Samsung Galaxy সিরিজের আরও দুটি নতুন স্মার্টফোন লঞ্চ হল। অনেক দিন ধরেই ইন্টারনেটে Samsung Galaxy A50s আর Galaxy A30s ফোন সম্পর্কে একাধিক রিপোর্ট সামনে আসছিল। অবশেষে এই দুই স্মার্টফোন লঞ্চ করল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Galaxy A50 আর Galaxy A30 ফোনের আপডেট হিসাবে লঞ্চ হয়েছে Galaxy A50s আর Galaxy A30s। নতুন এই দুই ফোনের ক্যামেরায় বড় আপডেট হয়েছে। চারটি রঙে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
স্মার্টফোনফুটি লঞ্চ করলেও এখনও এই দুই ফোনের দাম প্রকাশ করেনি Samsung। Galaxy A50 ফোনের থেকে একটু বেশি দামে লঞ্চ হতে পারে Galaxy A50s। তবে Galaxy A30 ফোনের ডিসপ্লে রেসোলিউশনের থেকে কম রেসোলিউশনে লঞ্চ হয়েছে Galaxy A30s। ভারতে কবে এই দুই স্মার্টফোন লঞ্চ হবে জানায়নি Samsung।
Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর প্রসেসর। তবে ঠিক কোন প্রসেসর ব্যবহার হয়েছে জানায়নি Samsung। সাথে থাকছে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ক্যামেরা বিভাগে Galaxy A50s ফোনে সবথেকে বড় পরিবর্তন এসেছে। Galaxy A50s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
Galaxy A50s ফোনে থাকছে সুপার স্টেডি ভিডিও স্টেবিলাইজেশন। আগে শুধুমাত্র Salaxy S10 সিরিজের ফোনে এই ফিচার দেখা গিয়েছে। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A50s এর ওজন 169 গ্রাম।
Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর প্রসেসর। সাথে থাকছে 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনেও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
Galaxy A30s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 25 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
Galaxy A30s ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A30s এর ওজন 166 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন