বুধবার Galaxy A সিরিজে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Samsung। ভারতে কোম্পানির লেটেস্ট ফোন দুটি হল Samsung Galaxy A50s আর Galaxy A30s। বছরের শুরুতে লঞ্চ হওয়া Galaxy A50 আর Galaxy A30 ফোনের উত্তরসূরী Samsung Galaxy A50s আর Galaxy A30s। Galaxy A30 ফোনে FHD+ ডিসপ্লে থাকলেও Galaxy A30s ফোনে HD+ ডিসপ্লে ব্যবহার করেছে Samsung। অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে নতুন Samsung Galaxy A50s আর Galaxy A30s।
Samsung Galaxy A50s এর দাম শুরু হচ্ছে 22,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM। অন্যদিকে 6GB RAM ভেরিয়েন্টে Galaxy A50s এর দাম 24,999 টাকা। অন্যদিকে Galaxy A30s এর দাম 16,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Jio ও Airtel গ্রাহকরা এই দুই ফোন কিনলে ডবল ডেটা অফার পাবেন।
Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 9611 চিপসেট। সাথে থাকছে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ক্যামেরা বিভাগে Galaxy A50s ফোনে সবথেকে বড় পরিবর্তন এসেছে। Galaxy A50s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
Galaxy A50s ফোনে থাকছে সুপার স্টেডি ভিডিও স্টেবিলাইজেশন। আগে শুধুমাত্র Galaxy S10 সিরিজের ফোনে এই ফিচার দেখা গিয়েছে। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A50s এর ওজন 169 গ্রাম।
Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 7904 প্রসেসর। সাথে থাকছে 4GB RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনেও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
Galaxy A30s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 25 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
Galaxy A30s ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A30s এর ওজন 166 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন