5G কানেক্টিভিটি সহ লঞ্চ হল Samsung Galaxy A71 ও Galaxy A51। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে 5G কানেক্টিভিটি সহ এই দুটি ফোন নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই প্রথম মিডরেঞ্জ সেগমেন্টে 5G ফোন নিয়ে এল Samsung। 4G ভেরিয়েন্টের সঙ্গে নতুন দুই ফোনের স্পেসিফিকেশনে অনেক মিল রয়েছে। যদিও 5G মোডেম সহ এই ফোনে আলাদা প্রসেসর ব্যবহার হয়েছে।
Samsung Galaxy A71 5G-র দাম 599.99 মার্কিন ডলার (প্রায় 45,800 টাকা)। অন্যদিকে Galaxy A51 5G কিনতে 499.99 মার্কিন ডলার (প্রায় 38,100 টাকা) খরচ হবে। চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে এই দুই ফোন বিক্রি শুরু হবে।
ডুয়াল সিম Samsung Galaxy A71 5G তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোলের গ্লোবাল ভেরিয়েন্টে থাকবে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Samsung Galaxy A71 5G-র পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A71 ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy A71 5G-তে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট।
ডুয়াল সিম Samsung Galaxy A51 5G-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 6GB RAM ও 128GB স্টোরেজ।
লকডাউনে রোজগারের সুযোগ করে দিল Jio! রিচার্জ করলেই মিলবে কমিশন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Samsung Galaxy A51 5G-র পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A5-এর সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy A51 5G -তে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন