Photo Credit: SamMobile
2019 সালের শেষেই কোম্পানির বিভিন্ন ফোনে Android 10 আপডেট পাঠানো শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিল Samsung। ইতিমধ্যেই বিভিন্ন Samsung ফোনে Android 10 সহ OneUI 2.0 বিটা আপডেট পৌঁছে গিয়েছে। এবার Android 10 স্টেবল আপডেট পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 2020 সালের জানুয়ারি মাসে Galaxy Note 10 আর Galaxy S10 সিরিজের ফোনে Android 10 স্টেবল আপডেট পৌঁছতে শুরু করবে।
ইজরায়েলে বিভিন্ন Samsung ফোনে Android 10 আপডেটের তালিকা প্রকাশিত হয়েছে
ছবি: SamMobile
সম্প্রতি SamMobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে কোন ফোনে কবে Android 10 আপডেট পৌঁছে সেই তালিকা প্রকাশিত হয়েছে হিব্রু ভাষায় লেখা সেই তালিকা থেকে জানা গিয়েছে প্রথম ধাপে Galaxy S10e, Galaxy S10, Galaxy S10+, Galaxy Note 10, Galaxy Note 10+, Galaxy Note 9 আর Galaxy A30 ফোনে Androdi 10 আপডেট পৌঁছবে। আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই এই ফোনগুলিতে পৌঁছে যাবে আপডেট।
আগামী বছর এপ্রিল মাসে Samsung Galaxy S9 আর Galaxy S9+ ফোনে Android 10 আপডেট পৌঁছবে। একই সাথে Galaxy A সিরিজের বিভিন্ন ফোনে আপডেট পৌঁছতে শুরু করবে। এপ্রিলেই Android 10 আপডেট পাবে Galaxy A7 (2018), Galaxy A9 (2018), Galaxy A50 আর Galaxy A70। স্মার্টফোন ছাড়াও এই সময়ে কোম্পানির ফ্ল্যাগশিপ ট্যাবলেট Galaxy Tab S6 এ Android 10 পৌঁছবে। এর পরে মে মাসে Galaxy A30s, Galaxy A20, Galaxy A10 আর Galaxy A10s ফোনে আপডেট পৌঁছতে শুরু করবে।
2020 সালের প্রথমার্ধেই Galaxy J6 আর Galaxy A20s ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করবে। আগামী বছর জুলাই মাসের মধ্যেই আপডেট পাবে Galaxy Tab S5e, Galaxy Tab S4 10.5 আর Galaxy J6+। যদিও এই তালিকা শুধুমাত্র ইজরায়েলের ডিভাইসের জন্য প্রযোজ্য। বিশ্বের অন্যান্য প্রান্তের বিভিন্ন Samsung ডিভাইসে আপডেটের সময়ের তারতম্য হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন