Galaxy A50s -এ সফটওয়্যার আপডেট পাঠাতে শুরু করল Samsung। সাম্প্রতিকতম আপডেটে এই ফোন Android 10 পৌঁছেছে। গত বছর Samsung জানিয়েছিল 2020 সালের এপ্রিলে Galaxy A50s -এ আপডেট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল Samsung। যদিও ফেব্রুয়ারির মাঝামাঝি আপডেট পেল এই মিডরেঞ্জ স্মার্টফোন। আপাতত ভিয়েতনামের গ্রাহকদের ফোনে আপডেট পৌঁছতে শুরু করেছে।
Sammobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে Galaxy A50s -এ Android 10 আপডেট পৌঁছনোর খবর সামনে এসেছে। A507FNXXU3BTB2 বিল্ড নম্বরে এই আপডেট পাওয়া যাবে। Android 10 অপারেটিং সিস্টেমের সঙ্গেই এই আপডেটে Galaxy A50s -এ 2020 সালের ফেব্রুয়ারির অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। আপডেটের পরে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে কোম্পানির One Ui 2.0 স্কিন চলবে। Settings > Software update > Download থেকে এই আপডেট ইন্সটল করা যাবে।
সস্তা হল Oppo Reno 2F; নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন
Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 9611 চিপসেট। সাথে থাকছে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ক্যামেরা বিভাগে Galaxy A50s ফোনে সবথেকে বড় পরিবর্তন এসেছে। Galaxy A50s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Galaxy A50s ফোনে থাকছে সুপার স্টেডি ভিডিও স্টেবিলাইজেশন। আগে শুধুমাত্র Galaxy S10 সিরিজের ফোনে এই ফিচার দেখা গিয়েছে। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A50s এর ওজন 169 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন