গ্রাহকদের জন্য সুখবর, Samsung কোম্পানী নিয়ে এলো বাজেটের মধ্যে এক অপূর্ব হ্যান্ডসেট Samsung Galaxy F05

আবারো এসে গেলো গ্যালাক্সি সিরিজের নতুন একটি অ্যানড্রয়েড সেট -Samsung Galaxy F05, এটি অ্যানড্রয়েড 14 ভিত্তিক One UI 5 দ্বারা চালিত

গ্রাহকদের জন্য সুখবর, Samsung কোম্পানী নিয়ে এলো বাজেটের মধ্যে এক অপূর্ব হ্যান্ডসেট Samsung Galaxy F05

Photo Credit: Samsung

Samsung Galaxy F05 is offered in a Twilight Blue colourway

হাইলাইট
  • Samsung Galaxy F05 হ্যান্ডসেটটিতে একটি 6.7-ইঞ্চি HD+ স্ক্রিন আছে
  • স্মার্টফোনটি একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে সজ্জিত হয়ে আছে
  • Samsung Galaxy F05 ফোনটি 25W- এর তারযুক্ত দ্রুত চার্জিং ব্যাবস্থাকে সমর
বিজ্ঞাপন

বিগত মঙ্গলবার ভারতে লঞ্চ করা হয়েছে Samsung Galaxy F05। স্মার্টফোনটি অক্টাকোর MediaTek Helio G85 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। এটি 4জিবি RAM দ্বারা সমৃদ্ধ। হ্যান্ডসেটটি 25W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যাবস্থা সমর্থিত 5,000 mAh ব্যাটারী দ্বারা সজ্জিত আছে। ফোনটিতে একটি 6.7 ইঞ্চির HD+ স্ক্রীন যুক্ত করা হয়েছে। এটিতে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পাশাপাশি, একটি 50 মেগাপিক্সেলের দ্বিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট আছে। চলতি মাসের শেষে এটি একক RAM এবং স্টোরেজের বিকল্পে পাওয়া যাবে।

ভারতে Samsung Galaxy F05 এর দাম এবং উপলব্ধতা:

একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে কোম্পানী জানিয়েছে যে তাদের Samsung Galaxy F05 ফোনটির 4জিবি +64 জিবি বিকল্পের মূল্য 7,999 টাকা। ভারতে এই নতুন ফোনটি আগামী 20 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট, Samsung-এর ভারতীয় ওয়েবসাইট এবং বাছাইকরা কিছু অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে ক্রয় করা যাবে। স্মার্টফোনটি টোয়ালাইট নীল রঙের বিকল্পে উপলব্ধ হবে।

Samsung Galaxy F05- এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য:

Samsung Galaxy F05 ফোনটি একটি 6.7 ইঞ্চির HD+ স্ক্রীন দ্বারা সজ্জিত হয়ে আছে। এটি MediaTek Helio G85 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। হ্যান্ডসেটটিতে 4জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ অন্তর্নির্মিত করা হয়েছে। স্মার্টফোনটিতে অতিরিক্ত 4 জিবি পর্যন্ত RAM বর্ধিত করা যাবে এবং স্টোরেজটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি অ্যানড্রয়েড 14 ভিত্তিক One UI 5 দ্বারা চালিত। কোম্পানী নিশ্চিত করেছে যে, Samsung Galaxy F05 ফোনটি দুটি OS আপগ্রেড এবং 4 বছরের নিরাপত্তার সংস্করণের সাথে উন্মোচিত হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে দ্বিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং অন্যটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, জলবিন্দু আকারের গর্ত যুক্ত ফোনটির সামনের অংশে 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

নতুন Samsung Galaxy F05 হ্যান্ডসেটটি USB Type-C পোর্টের দ্বারা 25W-এর তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5000 mAh ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আছে। নিরাপত্তার ক্ষেত্রে ফোনটিতে ফেস আনলক ফিচার যুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটির পিছনের অংশটি চামড়ার ছাঁচের ডিজাইন দ্বারা সজ্জিত হয়ে আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus Ace 6 ইতিহাস গড়তে প্রস্তুত, লঞ্চ হচ্ছে 7,800mAh ব্যাটারি ও 165Hz রিফ্রেশ রেটের সঙ্গে
  2. প্রিমিয়াম Samsung স্মার্টফোন বিক্রি হচ্ছে 60,000 টাকা সস্তায়, নতুন দাম জেনে নিন
  3. Redmi K90 লঞ্চ হচ্ছে আগামীকাল, থাকবে 7,100mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  4. Vodafone Idea নতুন রিচার্জ প্ল্যান আনল, 6 মাস আনলিমিটেড কল ও ডেটা সহ সিম চালু থাকবে
  5. Oppo Reno 15 Pro Max শীঘ্রই 200MP ক্যামেরার সঙ্গে বাজার মাতাতে লঞ্চ হচ্ছে
  6. OpenAI আনল যুগান্তকারী ChatGPT Atlas ব্রাউজার, এক ক্লিকে মিটবে সব কাজ! চাপে গুগল ক্রোম
  7. Realme GT 8 সিরিজ 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, ডিজাইন, ফিচার্স মুগ্ধ করবে
  8. 7,560mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে Redmi K90 Pro Max, ফোন থেকেই চার্জ হবে অন্য ডিভাইস
  9. দিওয়ালি অফারে চমক BSNL-এর, মাসে 151 টাকা খরচে প্রতি দিন 2GB ডেটা ও ফ্রি কলিং
  10. Redmi Turbo 5 লঞ্চ হতে পারে নভেম্বরে, 9,000mAh ব্যাটারিতে ঝড় তুলবে বাজারে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »