Samsung Galaxy F17 5G লঞ্চ হতে পারে 14,499 টাকায়, 6 বছর Android আপডেট মিলবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 সেপ্টেম্বর 2025 12:05 IST
হাইলাইট
  • Samsung Galaxy F17 5G চলবে Exynos 1330 প্রসেসরে
  • স্মার্টফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা নিয়ে আসতে পারে
  • এই ফোনে 5,000mAh ব্যাটারি ও IP54 রেটিং থাকতে পারে

Samsung Galaxy F17 5G এর সঙ্গে Galaxy A17 5G মডেলটির প্রচুর মিল রয়েছে

Photo Credit: Samsung

Samsung Galaxy A17 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে। সংস্থাটির আরও একটি নতুন মডেল দেশের বাজারে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। আসন্ন ফোনটির নাম Samsung Galaxy F17 5G৷ লঞ্চের তারিখ এখনও ঘোষণা না হলেও স্মার্টফোনটির দাম ও স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। হ্যান্ডসেটটি 6 বছরের জন্য Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও সিকিউরিটি আপডেট পাবে বলে জানা গিয়েছে। অর্থাৎ 2031 সাল পর্যন্ত টেনশন থাকবে না। Samsung Galaxy F17 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে। ফোনের মধ্যে জল এবং ধুলোর অনুপ্রবেশ আটকাতে IP54 রেটিং আছে।

ভারতে Samsung Galaxy F17 5G এর দাম

স্মার্টপিক্সের একটি প্রতিবেদন অনুসারে, Samsung Galaxy F17 5G এর দাম ভারতে 14,499 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। এটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অপশনেও উপলব্ধ হবে। এই ভেরিয়েন্টের দাম 15,999 টাকা রাখা হবে বলে দাবি করা হয়েছে।
 

Samsung Galaxy F17 5G স্পেসিফিকেশন

প্রতিবেদন অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এফ17 5G তিনটি ব্যাক ক্যামেরার সঙ্গে আসতে পারে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট থাকবে। অন্য দুই ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে।

Samsung Galaxy F17 5G এর সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা FHD+ রেজোলিউশন ও 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনটি শক্তিশালী গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত রাখা হবে। এটি Exynos 1330 প্রসেসর দ্বারা চালিত হবে। সঙ্গে Mali-G82 MP2 গ্রাফিক্স আছে। জল এবং ধুলো থেকে ক্ষতি হওয়া আটকাতে IP54 রেটিং বর্তমান।

সফটওয়্যার পলিসি স্যামসাং কোম্পানির আপকামিং ফোনটির অন্যতম আকর্ষণ। এটি Android 15 নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে রান করে। কোম্পানি 6 বছরের জন্য OS আপগ্রেড ও সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। হ্যান্ডসেটটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা আছে। এতে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে যা 25 ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

উল্লেখ্য, আসন্ন স্মার্টফোনটির সঙ্গে গত সপ্তাহে ভারতে লঞ্চ হওয়া Galaxy A17 5G এর প্রচুর মিল রয়েছে। মনে রাখবেন, Samsung Galaxy F17 5G এর দাম এবং স্পেসিফিকেশন আনঅফিসিয়াল তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। তাই দক্ষিণ কোরিয়ান সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসলে, তবেই তথ্যগুলি নিশ্চিত করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  2. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
  3. অফার ছাড়াই Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল, কিনবেন নাকি
  4. শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo A6 5G স্মার্টফোন
  5. 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার বাজেট স্মার্টফোন আনছে Realme, র‍্যাম 16 জিবি বাড়ানো যাবে!
  6. 7,000 টাকারও কমে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M07, লো বাজেটেও দুর্দান্ত ফিচার
  7. Moto X70 Air: আইফোন এয়ারকে টেক্কা! এবার সুপার-স্লিম ফোন আনছে মটোরোলা
  8. সেরা ক্যামেরার Samsung Galaxy S25 FE ফোনের সেল শুরু, পাবেন 5,000 টাকা ছাড়
  9. দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
  10. 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 60W ফাস্ট চার্জিং সহ আসছে Samsung Galaxy S26 Ultra
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.