Samsung Galaxy F17 5G স্মার্টফোনে 6 বছর ধরে Android আপগ্রেড এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy F17 5G এর সঙ্গে Galaxy A17 5G মডেলটির প্রচুর মিল রয়েছে
Samsung Galaxy A17 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে। সংস্থাটির আরও একটি নতুন মডেল দেশের বাজারে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। আসন্ন ফোনটির নাম Samsung Galaxy F17 5G৷ লঞ্চের তারিখ এখনও ঘোষণা না হলেও স্মার্টফোনটির দাম ও স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। হ্যান্ডসেটটি 6 বছরের জন্য Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও সিকিউরিটি আপডেট পাবে বলে জানা গিয়েছে। অর্থাৎ 2031 সাল পর্যন্ত টেনশন থাকবে না। Samsung Galaxy F17 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে। ফোনের মধ্যে জল এবং ধুলোর অনুপ্রবেশ আটকাতে IP54 রেটিং আছে।
স্মার্টপিক্সের একটি প্রতিবেদন অনুসারে, Samsung Galaxy F17 5G এর দাম ভারতে 14,499 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 6 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। এটি 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অপশনেও উপলব্ধ হবে। এই ভেরিয়েন্টের দাম 15,999 টাকা রাখা হবে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এফ17 5G তিনটি ব্যাক ক্যামেরার সঙ্গে আসতে পারে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট থাকবে। অন্য দুই ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে।
Samsung Galaxy F17 5G এর সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা FHD+ রেজোলিউশন ও 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনটি শক্তিশালী গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত রাখা হবে। এটি Exynos 1330 প্রসেসর দ্বারা চালিত হবে। সঙ্গে Mali-G82 MP2 গ্রাফিক্স আছে। জল এবং ধুলো থেকে ক্ষতি হওয়া আটকাতে IP54 রেটিং বর্তমান।
সফটওয়্যার পলিসি স্যামসাং কোম্পানির আপকামিং ফোনটির অন্যতম আকর্ষণ। এটি Android 15 নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে রান করে। কোম্পানি 6 বছরের জন্য OS আপগ্রেড ও সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। হ্যান্ডসেটটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা আছে। এতে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে যা 25 ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।
উল্লেখ্য, আসন্ন স্মার্টফোনটির সঙ্গে গত সপ্তাহে ভারতে লঞ্চ হওয়া Galaxy A17 5G এর প্রচুর মিল রয়েছে। মনে রাখবেন, Samsung Galaxy F17 5G এর দাম এবং স্পেসিফিকেশন আনঅফিসিয়াল তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। তাই দক্ষিণ কোরিয়ান সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসলে, তবেই তথ্যগুলি নিশ্চিত করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন