ভারতে 20 লক্ষ Galaxy J8 আর Galaxy J6 ফোন ইক্রি করেছে Samsung। সোমবার কোম্পানি জানিয়েছে ভারতবাসীর কাছে দারুন জনপ্রিয় হয়েছে কোম্পানির এই মিডরেঞ্জ ফোনগুলি। 22 মে ভারতে Galaxy J6 লঞ্চ হয়েছিল। অন্যদিকে ভারতে Galaxy J8 লঞ্চ হয় 28 মে।
“Galaxy J8 আর Galaxy J6 এর এই বিশাল সাফল্যে আমরা খুশি। গ্রাহকের কথা শুনে নিজেদের প্রোডাক্টে উন্নতি এনে এই সাফল্য এসেছে।” বলে জানিয়েছেন ভারতে Samsung এর ভাইস প্রেসিডেন্ট আসিম ওয়ারসি।
এই দুটি ফোনের ইনফিনিটি ডিসপ্লে তে চ্যাট ওভার ভিডিও ফিচার গ্রাহকদের মধ্যে দাতুন জনপ্রিয় হয়েছে। কোম্পানি জানিয়েছে মোট গ্রাহকের 50 শতাংশ এই ফিচার নিয়মিত ব্যবহার করছেন।
“কোম্পানির Super AMOLED ডিসপ্লের মাধ্যমে Galaxy J8 আর Galaxy J6 ফোনে দারুন ভিউইং এক্সপেরিএন্স পাওয়া যাবে।” বলে জানিয়েছেন তিনি।
ভারতে Galaxy J8 এর দাম 18,990 টাকা। অন্যদিকে 32GB Galaxy J6 এর দাম 13,990 টাকা আর 64GB Galaxy J6 এর দাম 15,990 টাকা। এই দুটি ফোনেই কোম্পানির সিগনেচার ইনফিনিটি ডিসপ্লে ব্যবহার হয়েছে। এর ফলে ফোনের আকার বড় না হলেও এই ফোনে আগের থেকে 15 শতাংশ বড় ডিসপ্লে ব্যবহার করা গিয়েছে। Galaxy J8 আর Galaxy J6 ফোনদুটিতে রয়েছে Super AMOLED 18.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে।
Galaxy J8 এ একটি ডুয়াল ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে। এর সাথেই ব্যবহার হয়েছে ‘লাইভ ফোকাস’ ফিচার। এর ফলে ছবির সামনে ফোকাস করে ব্যাকগ্রাউন্ড ব্লার করা সম্ভব হবে।
“ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখে কোম্পানির J সিরিজের ফোনগুলি তৈরী করেছে Samsung। নতুন এই ফোনগুলি ভারতের আরও বেশি গ্রাহকের পছন্দের ডিভাইস হবে বলে আমরা আত্মবিশ্বাসী।”
2018 সালের এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত ভারতে 99 লক্ষ ফোন বিক্রি করেছে Samsung। এর ফলে বছরে প্রায় 50 শতাংশ ফোন বৃদ্ধি বেড়েছে কোরিয়ার এই কোম্পানির।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন