জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল, মঙ্গলবার বিক্রি শুরু হয়েছে Samsung Galaxy M10 আর Galaxy M20। এই দুটি ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ছোট নচ। সাথে থাকছে ডুয়াল ক্যামেরা। শুধুমাত্র অনলাইনে কেনা যাবে Galaxy M10 আর Galaxy M20। একাধিক স্টোরেজ ভেরিয়েন্ট এ পাওয়া যাবে Samsung -এর নতুন দুটি বাজেট স্মার্টফোন। মঙ্গলবার Amazon আর Samsung e-store থেকে বিক্রি শুরু হয়েছে Samsung Galaxy M10 আর Galaxy M20।
আরও পড়ুন: ভারতে বিক্রি শুরু হল Samsung Galaxy M10 আর Galaxy M20
Samsung Galaxy M10 এর দাম শুরু হবে 7,990 টাকা থেকে। 2GB RAM/ 16GB স্টোরেজ ভেরিয়েন্টে Galaxy M10 কিনতে খরচ হবে 7,990 টাকা। 3GB RAM/ 32GB স্টোরেজে Galaxy M10 কিনতে 8,990 টাকা খরচ হবে। Galaxy M20 ফোনের দাম শুরু হবে 10,990 টাকা থেকে। 3GB RAM/ 32GB স্টোরেজে Galaxy M20 ফোনের দাম 10,990 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজে Salaxy M20 কিনতে 12,990 টাকা খরচ হবে।
আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে বিক্রি শুরু হল Realme C1
আরও পড়ুন: এই Samsung ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা
Samsung Galaxy M10 ফোনে থাকবে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। অন্যদিকে Galaxy M20 তে থাকছে একটি 6.3 ইঞ্চি HD+ ডিসপ্লে। দুটি ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ডিসপ্লের উপরে থাকতে ছোট নচ। এই প্রথম কোন স্যামসাং ফোনের ডিসপ্লের উপরে নচ দেখা গেল। কোম্পানি নতুন ডিজাইনের এই ডিসপ্লের নাম রেখেছে Infinity-V ডিসপ্লে।
Galaxy M10 ফোনের ভিতরে থাকবে 14 ন্যানোমিটার অক্টাকোর Exynos 7870 চিপসেট। সাথে থাকবে 2GB/3GB RAM। অন্যদিকে Galaxy M20 ফোনের ভিতরে থাকবে তুলনামূলক শক্তিশালী অক্টা কোর Samsung Exynos 7904 চিপসেট। সাথে থাকবে 2GB / 3GB RAM আর 32GB/64GB স্টোরেজ। দুটি ফোনেই Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম এর উপরে চলবে কোম্পানির নিজস্ব Samsung Experience 9.5 UX স্কিন।
আরও পড়ুন: Redmi, Nokia, Realme, Honor সহ জনপ্রিয় সব ফোনে দেদার ছাড় দিচ্ছে Flipkart
ছবি তোলার জন্য Galaxy M10 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সাথে থাকছে 5MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা। Galaxy M20 ফোনের পিছনেও থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সাথে থাকছে 5MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে রয়েছে একটি 8MP সেলফি ক্যামেরা।
Galaxy M10 ফোনের ভিতরে একটি 3,400 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung। থাকছে USB Type-C কানেক্টিভিটি। তবে Galaxy M20 ফোনের ভিতরে থাকছে তুলনামূলক বড় 5,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C কানেক্টিভিটি আর ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন