Realme C2 এর ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট আর 3GB RAM। Redmi 7 আর Samsung Galaxy M10 এর মতো বাজেট স্মার্টফোনের সাথে প্রতিযোগিতায় ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।
Galaxy M10 আর Galaxy M20 ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ছোট নচ। সাথে এই ফোনে রয়েছে ফেস আনলক আর 5,000 mAh ব্যাটারি। দুটি ফোনেই চলবে তুলনামুলক পরনো Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম।
Amazon আর Samsung অনলাইন স্টোরে বিক্রি শুরু হয়েছে এই দুটি বাজেট স্মার্টফোন। বাজার চলতি অন্য সব ফোনের মতোই Galaxy M10 আর Galaxy M20 ফোনে ডিসপ্লের উপরে রয়েছে ছোট নচ। এই প্রথম কোন Samsung ফোনের ডিসপ্লের উপরে নচ দেখা গেল। সাথে এই ফোনে রয়েছে ফেস আনলক আর 5,000 mAh ব্যাটারি।
10 হাজার টাকার নিচে পাওয়া যাবে Samsung Galaxy M10। ছোট নাচ, শক্তিশালী প্রসেসর আর বড় ব্যাটারি ব্যবহার করে ভারতের গ্রাহকের মন ফিরে পাবে Samsung? জানার জন্য Samsung Galaxy M10 রিভিউ করলাম আমরা।
অবশেষে ভারতে এল Samsung Galaxy M10 আর Galaxy M20। Samsung Galaxy M10 এর দাম শুরু হবে 7,990 টাকা থেকে। বাজার চলতি অন্য সব ফোনের মতোই Galaxy M10 আর Galaxy M20 ফোনে ডিসপ্লের উপরে রয়েছে ছোট নচ।
10,000 টাকার নীচে Galaxy M10 আর 15,000 টাকার নীচে Galaxy M20 লঞ্চ করে ভারতে মধ্যবিত্তের মন জয় করতে চাইছে Samsung। 5 ফেব্রুয়ারী থেকে Amazon ও Smaosung অনলাইন স্টোরে Galaxy M সিরিজ বিক্রি শুরু হবে ।