Xiaomi কে টেক্কা দিতে পারবে Samsung Galaxy M10? পড়ুন রিভিউ

Xiaomi কে টেক্কা দিতে পারবে Samsung Galaxy M10? পড়ুন রিভিউ

Samsung Galaxy M10 এর দাম শুরু হচ্ছে 7,990 টাকা থেকে

বিজ্ঞাপন

Samsung  এর প্রতি ভারতের গ্রাহকদের ভালোবাসা বহুদিনের।  সম্প্রতি ভারতে  স্মার্টফোনের বাড়বাড়ন্ত শুরু হলেও বহুদিন ধরে  এই দেশে স্মার্ট ফোন গ্রাহকের মন জয় করে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।  বছর দুই আগেও ভারতে স্মার্টফোন বাজারে Samsung -এর একচ্ছত্র আধিপত্য ছিল।  বছরখানেক আগে Xiaomi -র  কাছে  এই দেশে এক নম্বর স্মার্টফোনের তকমা হারিয়েছিল কোম্পানি।   ভারতের বাজারে জমি ফিরে পেতেই সম্প্রতি লঞ্চ হয়েছে Samsung Galaxy M10 আর M20।  এই দুটি ফোনের মধ্যে 10 হাজার টাকার নিচে পাওয়া যাবে Samsung Galaxy M10।  ছোট নাচ,  শক্তিশালী প্রসেসর  আর বড় ব্যাটারি ব্যবহার করে ভারতের গ্রাহকের মন ফিরে পাবে Samsung?  জানার জন্য Samsung Galaxy M10 রিভিউ করলাম আমরা।

 

পড়ুন Samsung Galaxy M20 রিভিউ

 

ডিজাইন

Samsung Galaxy M10  ফোনের প্রধান আকর্ষণ এই ফোনের ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে একটি ছোট নচ। OnePlus 6T আর Oppo F9 Pro ফোনে প্রথম এই ধরনের ডিসপ্লে নচ দেখা গিয়েছিল।

Samsung Galaxy M10 ফোনের পিছনের দিক প্লাস্টিক দিয়ে তৈরি। এজ ও কর্নারে থাকছে কার্ভ। ফোনের পিছনের দিকে থাকছে স্পিকার গ্রিল। ফোনের পিছনে বাঁদিকে উপরে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ।  রিভিউ করার জন্য আমরা যে নীল রঙের ফোন দিয়েছিলাম তাতে খুব সহজেই আঙুলের ছাপ থেকে গিয়েছিল। Samsung Galaxy M10ফোনের এক্সটার্নাল সিম ট্রে তে দুটি সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড একসাথে ব্যবহার করা যাবে।

samsung galaxy m10 review back Samsung Galaxy M10

 

স্পেসিফিকেশন ও সফটওয়্যার

Samsung Galaxy M10 ফোনে থাকবে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে 14 ন্যানোমিটার অক্টাকোর Exynos 7870 চিপসেট। সাথে থাকবে 2GB/3GB RAM।

ছবি তোলার জন্য Galaxy M10 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সাথে থাকছে 5MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা।

Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে। Galaxy M10 ফোনের ভিতরে একটি 3,400 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung। থাকছে USB Type-C কানেক্টিভিটি।

samsung galaxy m10 review notch Samsung Galaxy M10

 

Samsung Galaxy M10 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে Samsung Experience 9.5 ইউজার ইন্টারফেস।  অন্য যেকোনো Samsung ফোনের মতোই কাজ করবে এই ফোনের সফটওয়্যার।  আগের থেকে কোম্পানির সফট্ওয়ারে উন্নতি হলেও এখনও সব Samsung ফোনের সাথেই থাকে একাধিক অপ্রয়োজনীয় সফটওয়্যার।

পারফর্মেন্স ও ব্যাটারি লাইফ

Samsung Galaxy M10 ফোনে ব্যবহার হয়েছে তুলনামূলক পুরনো প্রসেসর।  তাই এই ফোনে পারফরম্যান্সের খামতি খুব সহজেই চোখে পড়বে। যথেষ্ট স্লো Galaxy M10 ফোনের ফেস আনলক। মাল্টিটাস্কিং এর সময় আরও স্লো হয়ে পড়ে এই ফোন।  বিশেষ করে এক অ্যাপ থেকে অন্য অ্যাপ এ যাওয়ার সময় এই

সমস্যার সম্মুখীন হয়েছি আমরা।  এছাড়াও সেটিংস অ্যাপ এ টাচ রেসপন্স যথেষ্ট মনে হয়েছে আমাদের।

AnTuTu বেঞ্চমার্ক টেষ্টে 64,371তোর করেছে  Samsung Galaxy M10। Geekbench এ সিঙ্গেল কোর এ মাত্র 728 আর মাল্টিকোরে 3,674স্কোর করেছে এই ফোন।  2016 সালে লঞ্চ হওয়া ফোনগুলিতে এই ধরনের স্কোর পাওয়া যায়।

Samsung Galaxy M10 ফোনে 4G নেটওয়ার্কে  অল্প ছবি তুলে, Netflix এ ভিডিও দেখে,  সামান্য গেম খেলে সারাদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে।  একই চার্জে পরদিন দুপুর পর্যন্ত চলেছে এই স্মার্ট ফোন।  তবে ফোন চার্জ হতে তুলনামূলক বেশি সময় লেগেছে।

samsung galaxy m10 review rear camera 2 Samsung Galaxy M10

 

ক্যামেরা

Galaxy M10 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13 মেগাপিক্সেল। সাথে থাকছে 5মেগাপিক্সেল  সেকেন্ডারি ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলা যাবে। ফোনের সামনে রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে Full-HD  ভিডিও তোলা সম্ভব।

পারফরম্যান্স এর মতই Galaxy M10 ফোনের ক্যামেরা আমাদের হতাশ করেছে।  রিয়ার ক্যামেরায় তোলা ছবিতে ডিটেলের খামতি রয়েছে। তুলনামূলক কম উজ্জ্বল Galaxy M10 ক্যামেরায় তোলা ছবি গুলি।

ল্যান্ডস্কেপ ছবির জন্য আদর্শ এই ক্যামেরার ওয়াইড এঙ্গেল লেন্স।  কম আলোতে ঠিকঠাক ছবি তোলে Galaxy M10ফোনের ক্যামেরা। এছাড়াও ম্যাক্রো তোলার সময় এই দামে যথেষ্ট ভালো ছবি উঠেছে।  তবে সমস্যা দেখা যায় দূরে থাকা জিনিসের ছবি তোলার সময়। Galaxy M10 ফোনের ক্যামেরা দিয়ে তোলা দূরে থাকা জিনিসের ছবিতে ডিটেলে খামতি ও গ্রেন চোখে পড়বে।

Samsung Galaxy M10 ক্যামেরায় তোলা ছবি ফুল সাইজে দেখতে ছবির উপরে ট্যাপ করুন

 

মতামত

7,990টাকা দামে এই মুহূর্তে Samsung এর সব থেকে কম দামের ফোন Galaxy M10। এই ফোনে কয়েকটি বড় খামতি রয়েছে। নতুন ডিজাইন যোগ হলেও এই ফোনের পারফর্মেন্স আমাদের হতাশ করেছে। Galaxy M10  ফোনে রয়েছে ঠিকঠাক ব্যাটারি ব্যাকআপ আর মধ্য মানের ক্যামেরা। Galaxy M10 কেনার আগে কাছাকাছি দামে  Realme C1 আর Xiaomi Redmi 6 ফোনগুলি দেখে নিতে পারেন।  তবে Samsung Galaxy M10 কিনলে আমরা 3GB RAM/ 32GB  স্টোরেজ ভেরিয়েন্ট কেনার পরামর্শ থাকবে আমাদের।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good design with a small notch
  • Ultra-wide angle photography is fun
  • Very good battery life
  • Dual-VoLTE standby
  • Bad
  • Dated processor
  • Pre-installed bloatware
  • No fingerprint sensor
  • Slow charger
Display 6.22-inch
Processor Samsung Exynos 7 Octa 7870
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3400mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1520 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. লঞ্চের আগেই দেখা গেল vivo কোম্পানির বেস কিছু নতুন মডেল
  2. MediaTek Daimensity 9400 চিপসেটের সাথে আসতে চলেছে iQOO Neo 10 সিরিজ
  3. Oppo Reno 13 সিরিজটি বেস মডেল Oppo Reno 13 এবং Oppo Reno 13 Pro মডেলের সাথে আসতে চলেছে
  4. Vivo কোম্পানী লঞ্চ করতে চলেছে একটি নতুন হ্যান্ডসেট Y300 5g
  5. BSNL,কোম্পানী প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো অতিরক্তি ডেটার সুবিধা
  6. OnePlus কোম্পানী আনতে চলেছে Oneplus Ace 5 এবং OnePlus Ace 5 Pro
  7. Direct-to-Device স্যাটেলাইট কানেক্টিভিটি: এবার BSNL,দিচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মধ্যেও যোগাযোগের সুযোগ
  8. ভারতে Vivo X200 সিরিজটির মডেলগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করা হয়েছে
  9. সাশ্রয়ী মূল্যে ভারতে 500টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেবে BSNL কোম্পানি
  10. iQOO Neo 10 সিরিজটি দুটি হ্যান্ডসেটের সমন্বয়ে আসতে পারে: iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »