আগামী 9 আগস্ট লঞ্চ হবে নতুন Galaxy Note 9। Note সিরিজে এবার ক্যামেরা আপডেটে সিদ্ধান্ত নিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
Samsung Galaxy Note 8 (Representational)
আগামী 9 আগস্ট লঞ্চ হবে নতুন Galaxy Note 9। নিজেদের প্রিমিয়াম Note সিরিজে এবার ক্যামেরা আপডেটে সিদ্ধান্ত নিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি এক বিস্বস্ত সূত্রে এই খবর জানা গিয়েছে।
নতুন এই মডেলের নাম হবে Galaxy Note 9। গত বছরের Galaxy Note 8 এর মতোই দেখতে হবে নতুন এই ফোনটি। কিন্তু ফোনের ভিতরে নতুন আপগ্রেডেরড প্রসেসার থাকবে বলে জানা গিয়েছে। সূত্র মারফৎ আরও জানা গিয়েছে নিউ ইয়র্কে “আনপ্যাকড” ইভেন্টে এই প্রোডাক্ট লঞ্চ করবে স্যামসাগ। সত বছরেও একই সময়ে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। আর সেই ইভেন্টের লঞ্চ হয়েছিল কোম্পানির প্রিমিয়াম নোট সিরিজের লেটেস্ট ফোন Galaxy Note 8। যদিও এই পরিকল্পনা পরে বদল হতে পারে বলেও জানানো হয়েছে একই সূত্রে। তবে স্যামসাং এর তরফে এই ব্যাপারে কোন মন্তব্য করতে আস্বীকার করা হয়েছে।
2018 সালের প্রথম তিন মাসে বিশ্বের স্মার্টফোন বাজারে 23% দখল ছিল স্যামসাং এর। যেখানে অ্যাপেল এর মার্কেট শেয়ার 16%। এই বছরের শুরুতেই স্যামসাং লঞ্চ করেছিল নিজেদের ফ্ল্যাগশিপ Galaxy S9। গ্রাহকদের মধ্যে ভালোই সাড়া ফেলেছিল এই ফোন।
ফ্যাবলেট লাইনআপের প্রথম ফোন ছিল Galaxy Note। আর তখন থেকেই যাঁরা বড় স্ক্রিনের ফোন ব্যাবহার পছন্দ করেন সেই গ্রাহকদের সবথেকে পছন্দের Galaxy Note সিরিজ। 2014 সাল থেকে iPhone 6 Plus এর হাত ধরে বড় স্ক্রিনের ফোন বানানো শুরু করেছে অ্যাপেল। এই বছরের শেষে নিজেদের সবথেকে বড় ফোন লঞ্চের পরিকল্পনা করছে আমেরিকার কোম্পানিটি। শোনা যাচ্ছে 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে এই ফোনে। যদিও এই ফোন দেখতে খানিকটা iPhone X এর মতোই হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে নিজেদের ডিজিটাল অ্যাসিসিটেন্ট বিক্সবি ব্যাবহারব করে স্মার্ট স্পিকার বানানোর পরিকল্পনা করছে স্যামসাং। অ্যামাজনের ইকো, গগুল হোম ও অ্যাপেল এর হোমপডের সাথে বাজারে টিকে থাকতেই এই প্রোডাক্ট লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। সম্প্রতি ব্লুমবার্গের এক রিপোর্টে এমনটাই জানা গিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Airtel Discontinues Two Prepaid Recharge Packs in India With Data Benefits, Free Airtel Xtreme Play Subscription