সারা বিশ্বের কাছে Samsung একটি নামিদামি ব্র্যান্ড। তারা বরাবরই তাদের নতুন ডিজাইন এবং ফিচার যুক্ত ফোনের জন্য বিখ্যাত। এই কোম্পানীর একটি অন্যতম ফোন হলো Samsung Galaxy S24। ফোনটি উন্নতমানের ট্রিপিল ক্যামেরা দ্বারা সজ্জিত।এছাড়াও ফোনটিতে IP68 রেটিং যুক্ত করা আছে।এই অসাধারণ প্রযুক্তি যুক্ত ফোনটি বিগত জানুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। তখন এটির মূল্য ছিল 79,999 টাকা। তবে বর্তমানে ফোনটির দাম কমেছে।Samsung কোম্পানীর পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই ফোনটির জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। এমনকি উৎসাহিত গ্রাহকরা, এই ফোনটি No Cost EMI এর মাধ্যমে কিনতে পারবেন। এই অফারটি আগামী সপ্তাহ পর্যন্তই কার্যকরী থাকবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে Samsung কোম্পানীর পক্ষ থেকে বিশেষ অফার দেওয়া হচ্ছে।Samsung Galaxy S24 ফোনটির দাম কমানো হয়েছে।Galaxy S24 ফোনটির লঞ্চিং মূল্য ছিল 79,999 টাকা। কিন্তু অফারের জন্য ফোনটির প্রায় 12,000 টাকা দাম কমানো হয়েছে। এটির 8GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টের আসল দাম 74,999 টাকা কিন্তু বর্তমানেএটি 62,999 দামে পাওয়া যাবে।এছাড়াও এটির 256 জিবি স্টোরেজের আসল দাম 79,999 টাকা কিন্তু এটি পাওয়া যাবে 67,999 টাকায়।512 জিবি স্টোরেজের দাম 89,999 টাকা ,কিন্তু এটি পাওয়া যাবে মাত্র 77,999 টাকায়।
স্বাধীনতা দিবসের এই অফারটির জন্য গ্রাহকরা প্রতি মাসে মাত্র 5,666 টাকা বিনিময়ে 24-মাসের no cost EMI পেতে পারেন। বর্তমানে স্মার্টফোনটি অ্যামাজনে 56,000 টাকা এবং ফ্লিপকার্টে এটির সর্বনিম্ন দাম 62,000 টাকা থেকে বিক্রিয় শুরু হচ্ছে।এই অফারটি 15 আগস্ট পর্যন্ত বৈধ।
Samsung Galaxy S24-এ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দ্বারা চালিত।এছাড়াও এটিতে অতিরিক্ত Exynos 2400 SoC প্রসেসর যুক্ত করা হয়েছে।ফোনটি 6.2-ইঞ্চি ফুল-HD ডিসপ্লে সমৃদ্ধ।এটি একটি ডায়নামিক AMOLED 2X স্ক্রিন দ্বারা সজ্জিত এবং এটির পরিবর্তনশীল রিফ্রেশ রেট 1Hz থেকে 120Hz। এটি ভিশন বুস্টার সমর্থন করে। ভারতে ফোনটি 8GB RAM এবং 512GB পর্যন্ত ইন বিল্ড স্টোরেজের সাথে উপলব্ধ।
Galaxy S24-এ ট্রিপল রেয়ার ক্যামেরা আছে। একটি হলো 50-মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা ,আর একটি 12-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত ক্যামেরা এবং সর্বশেষে 10-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ফোনটির সামনের অংশে 12-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।
Galaxy S24 ফোনটিকে ধূলো এবং জল থেকে রক্ষার জন্য IP68-রেটিং যুক্ত করা হয়েছে।ফোনটি 4,000mAh ব্যাটারি দ্বারা চালিত।ফোনটিতে 25W তারের মাধ্যমে,15W ওয়্যারলেস চার্জিং ব্যাবস্থা আছে।এছাড়াও ফোনটিতে ওয়্যারলেস পাওয়ার শেয়ার মোড আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন