Samsung Galaxy S25 FE ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করবে
Photo Credit: WinFuture
আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগেই Samsung Galaxy S24 FE এর দাম ফাঁস হল। স্মার্টফোনটি যুক্তরাজ্যের এক রিটেলারের ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। সেখান থেকে দামের পাশাপাশি ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। Samsung Galaxy S25 FE তার পূর্বসূরী Galaxy S24 FE এর মতো একই প্রসেসর নিয়ে বাজারে আসবে। তাছাড়া, ডিজাইনেও একে অপরের সঙ্গে সাদৃশ্য বজায় রাখবে। হ্যান্ডসেটটির পিছনের প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে একটি হোল-পাঞ্চ কাটআউট রয়েছে। স্যামসাং তাদের আসন্ন 'ফ্যান এডিশন' (FE) মডেল গত বছরের Galaxy S24 FE এর তুলনায় একটু আগে প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
WinFuture যুক্তরাজ্যের রিটেলার টেসকোর ওয়েবসাইটে Samsung Galaxy S25 FE এর প্রোডাক্ট লিস্টিং দেখতে পেয়েছে। যদিও বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই লিস্টিংটি সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু তার আগেই হ্যান্ডসেটটির ডিজাইন এবং মূল প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলি সামনে চলে এসেছে। ফাঁস হওয়া ছবি অনুযায়ী, স্মার্টফোনটি গত বছরের Galaxy S24 FE এর কায়দায় ডিজাইন করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস25 এফই-তে ট্রিপল ব্যাক ক্যামেরা সিস্টেম আছে যার মধ্যে একটি LED ফ্ল্যাশ বর্তমান। এবং সামনের দিকে হোল-পাঞ্চ কাটআউটের ভিতরে একটি সেলফি ক্যামেরা রয়েছে। স্ক্রিনের চারপাশে সরু বেজেল এবং ধাতব ফ্রেম থাকছে। ফোনটি জেট ব্ল্যাক ও আইসি ব্লু রঙে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। তবে এটি মোট চারটি রঙে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে — হালকা নীল, গাঢ় নীল, কালো এবং সাদা (ডাচ থেকে অনুবাদ)।
প্রতিবেদনে বলা হয়েছে, Samsung Galaxy S25 FE এর দাম 679 ইউরো থেকে শুরু হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 69,129 টাকার সমান। প্রসঙ্গত, Galaxy S24 FE গত বছরের সেপ্টেম্বরে ভারতে 59,999 টাকায় (8 জিবি + 128 জিবি স্টোরেজ) লঞ্চ হয়েছিল। আর এখন দাম কমতে কমতে অনলাইনে 35,000 টাকায় এসে থেমেছে।
রিপোর্ট বলছে, স্যামসাং এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 6.7 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে থাকবে যা 2,340×1,080 পিক্সেল রেজোলিউশন অফার করবে। উল্লেখ্য, Galaxy S24 FE মডেলটিতেও 6.7-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে আছে। গত বছরের মতো এবারও Galaxy S-সিরিজের ফোনটিতে অক্টা-কোর Exynos 2400e চিপসেট থাকতে পারে।
আসন্ন ফোনটিতে 8 জিবি র্যাম এবং 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এছাড়াও, আরেকটি ভেরিয়েন্ট 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসবে বলে জানা গিয়েছে। এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেল 3x টেলিফটো লেন্স পাওয়া যাবে। সঙ্গে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মিলতে পারে।
Samsung Galaxy S25 FE-তে 4,900mAh ক্ষমতার ব্যাটারি মিলবে এবং এটি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক One UI। উল্লেখ্য, পূর্বসূরী মডেলে 25W ফাস্ট চার্জিং সহ 4,7000 এমএএইচ ব্যাটারি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.