The Galaxy S25 Ultra was capped at 45W wired charging
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 Ultra নতুন বছরের শুরুতেই আত্মপ্রকাশ করতে পারে। এই ফ্ল্যাগশিপ ফোনটির সঙ্গে Galaxy S26 সিরিজের আরও দুই মডেল Galaxy S26 এবং Galaxy S26+ আসবে। দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটির প্রিমিয়াম ফোনগুলোর ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর, বা সফটওয়্যার নিয়ে কোনও অভিযোগ না থাকলেও, স্লো চার্জিং একটি বড় সমস্যা। স্যামসাং-এর স্মার্টফোন এখন সর্বোচ্চ 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেখানে প্রতিদ্বন্দ্বী সংস্থাদের মিড-রেঞ্জ ফোনেই 80W বা 90W চার্জিং প্রযুক্তি আছে। তাই অবশেষে Samsung Galaxy S26 Ultra আরও বেশি ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে আসতে চলেছে, যার ফলে কম সময়ে বেশি চার্জ পাওয়া যাবে। সংস্থাটি এখনও মুখ না খুললেও, সেই বহু প্রতীক্ষিত চার্জিং আপগ্রেডের বিষয়ে তথ্য ফাঁস হয়েছে।
টেক ব্লগার আনভিন Samsung Galaxy S26 Ultra চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে SM-S9480 মডেল নম্বরের সঙ্গে স্পট করেছেন। সেখানে ফোনটি সর্বাধিক 60W (20V/3A) তারযুক্ত চার্জিং সমর্থন করবে বলে উল্লেখ হয়েছে। তুলনাস্বরূপ, Galaxy S25 Ultra-এর চার্জিং 45 ওয়াটে সীমাবদ্ধ রাখা হয়েছিল। আগের মতোই এবারও ফোনটির বাক্সে চার্জার থাকবে না।
প্রসঙ্গত, Samsung Galaxy S25 সিরিজের প্রতিটি মডেলে 45W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল। এটি অনেক ব্যবহারকারীর কাছে যথেষ্ট হলেও, মার্কেট স্ট্যান্ডার্ডের বিচারে অনেক কম। কারণ এদের থেকেও কম দামে অন্য কোম্পানির ফ্ল্যাগশিপ মডেলে সর্বোচ্চ 120W ওয়্যার্ড চার্জিং সুবিধা পাওয়া যায়। 60W এমন কিছু বিশাল না হলেও ইঙ্গিত দিচ্ছে যে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ মডেলে ফাস্ট চার্জিং প্রযুক্তির আপগ্রেড শুরু করছে।
লিক হওয়া তথ্য অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা কোয়াড রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসতে পারে। ফটোগ্রাফি সেটআপে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 12 মেগাপিক্সেলের আরও একটি টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। ফোনটিতে Android 16 ভিত্তিক One UI 8.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টল থাকবে।
হ্যান্ডসেটটিতে 6.9 ইঞ্চি ডায়নামিক AMOLED ডিসপ্লে ব্যবহার হতে পারে। স্ক্রিনটির ব্রাইটনেস আগের মডেলের তুলনায় বেশি হবে। স্মার্টফোনটির গ্লোবাল ভেরিয়েন্টে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে, যেখানে বেশ কয়েকটি দেশে Exynos 2600 ব্যবহার হওয়ার সম্ভাবনা। ফোনটিতে 5,000mAh ক্ষমতার ব্যাটারি দেওয়া হতে পারে, যা 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি ওজনের দিক থেকেও হালকা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.