ওয়ানপ্লাস 6 লঞ্চ করা হয়ে গিয়েছে। এটিকে বলা হচ্ছে কোম্পানির বিগ ফ্ল্যাগশিপ অব 2018। প্রস্তুতকারক সংস্থার ট্যাগলাইন হল- ‘যে গতি আপনার দরকার’। স্যামসাং নিজেদের দুটো স্মার্টফোনের জন্য একটি ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে। এই দক্ষিণ কোরিয়ান সংস্থা 8000 টাকা ক্যাশব্যাক অফার করছে স্যামসাং গ্যালাক্সি এস8 এবং গ্যালাক্সি এ8+-এর জন্য। এবং এই ঘোষণাটি যে ট্যাগলাইনের সঙ্গে এল, সেটি হল- ‘শুধুমাত্র গতির থেকেও আরও বেশি কিছু’। এই দুই স্মার্টফোনেরই গুরুত্বপূর্ণ ফিচারগুলি হল- অ্যামোলেড ডিসপ্লে, আইপি68 ওয়াটার রেজিজস্ট্যান্স, স্যামসাং পে এবং বিক্সবি অ্যাসিসট্যান্ট। বৃহস্পতিবার একটি টুইট করে তাঁরা এ কথা ঘোষণা করেন। এইদিনই ভারতে লঞ্চ করা হয় ওয়ানপ্লাস 6। স্যামসাং ইন্ডিয়া কর্তৃপক্ষ এইদিন টুইট করে স্যামসাং গ্যালাক্সি এস8 এবং গ্যালাক্সি এ8+ এর ক্যাশব্যাক অফার নিয়ে বিস্তারিত জানান। ক্যাপশনটি ছিল এরকম- ‘শুধুমাত্র গতি নিয়েই ভাবতে যাবেন কেন, যখন আপনি গতির থেকেও বেশি কিছু পাবেন’। এই অফারে গ্যালাক্সি এস8-এর ক্রেতারা পাবেন 8000 টাকা ক্যাশব্যাক এবং গ্যালাক্সি এ8 প্লাসের ক্রেতারা পাবেন 5000 টাকা ক্যাশব্যাক। এই অফারের ফলে স্যামসাং গ্যালাক্সি এস8-এর মূল্য 45,990 টাকা থেকে কমে গিয়ে হয় 37,990 টাকা। গ্যালাক্সি এ8+ এর মূল্য 34,990 টাকা থেকে কমে গিয়ে হয়েছে 29,990 টাকা।
এই অফার পেটিএম মলে পাওয়া যাবে। গ্যালাক্সি এস8-এ অ্যান্ড্রয়েড 8.0 ওরিয়ো এই বছরের শুরু থেকে আপডেট করা শুরু হয়েছে। গ্যালাক্সি এস8-এ 5.8 ইঞ্চি কিউএইচডি+ ইনফিনিটি ডিসপ্লে রয়েছে, দু’দিকেই সচল একটি কার্ভড ডিসপ্লে রয়েছে 18.5:9 অনুপাতে, এছাড়া রয়েছে করনিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। স্মার্টফোনটিতে রয়েছে 4 জিবি র্যাম।