Photo Credit: TENAA
18 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M30s। ইতিমধ্যেই এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সামনে এসেছে। আরও একবার Galaxy M30s ফোনের বিভিন্ন ফিচার সামনে এল। একই সাথে ফাঁস হয়েছে Samsung Galaxy M10s ফোনের স্পেসিফিকেশন। Samsung Galaxy M30s ফোনে থাকবে একটি Exynos 9611 চিপসেট।
Google এর অ্যান্ড্রয়েড এন্টারপ্রাইস ওয়েবসাইটে Samsung Galaxy M10s ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। স্পেসিফিকেশনের সাথেই এই ফোনের ছবিও সামনে এসেছে। Galaxy M10s ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকভে 3GB RAM আর 32GB স্টোরেজ। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
সম্প্রতি ভারতে Samsung এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অসিম ওরাওসি Gadgets 360 কে জানিয়েছেন Galaxy M10s ফোনে একটি Super AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের পিছনে দুইটি ক্যামেরা থাকবে আর থাকবে 4,000 mAh ব্যাটারি। 10,000 টাকার কম দামে ভারতে এই ফোন লঞ্চ করবে Samsung।
এছাড়াও সম্প্রতি Geekbench ওয়েবসাইটে Samsung Galaxy M30s ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গিয়েছে Galaxy M30s তে থাকছে অক্টাকোর Exynos 9611 চিপসেট আর 4GB RAM। Gadgets 360 কে ওয়ারসি ব্জানিয়েছিলেন Galaxy M30s ফোনে Exynos 9611 চিপসেট থাকবে।
18 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Galaxy M30s। 15,000 টাকা থেকে 20,000 টাকা দামের মধ্যে ভারতে এই ফোন লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই ফোনের ভিতরে থাকবে 6,000 mAh ব্যাটারি, 6.4 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে।
Samsung Galaxy M30s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল সেন্সর আর একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 24 মেগাপিক্সেল সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন