বাজেট সেগমেন্টে ভারতে দুটি নতুন ফোন নিয়ে এল Samsung। মঙ্গলবার লঞ্চ হয়েছে Samsung Galaxy M11 ও Galaxy M01
Samsung Galaxy M11
বাজেট সেগমেন্টে ভারতে দুটি নতুন ফোন নিয়ে এল Samsung। মঙ্গলবার লঞ্চ হয়েছে Samsung Galaxy M11 ও Galaxy M01। Samsung Galaxy M11-তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে, Galaxy M01-এ রয়েছে ওয়াটার-ড্রপ নচ। Samsung Galaxy M11-এর দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। অন্যদিকে Galaxy M01-এর দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে।
Samsung Galaxy M11 স্পেসিফিকেশন
ডুয়াল সিম Galaxy M11 -এ থাকছে 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে Snapdragon 450 চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি Samsung। 3GB RAM ও 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Galaxy M11-এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং।
Samsung Galaxy M01 স্পেসিফিকেশন
ডুয়াল সিম Galaxy M01 -এ থাকছে 5.71 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে Snapdragon 439 চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি Samsung। 3GB RAM ও 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Galaxy M01-এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Ultra May Get Super Fast Charging 3.0 Upgrade; Tips One UI 8.5 Code