ভারতে এল Galaxy M21। বুধবার ভারতে এই ফোন লঞ্চ করেছে Samsung। দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। থাকছে Exynos 9611 চিপসেট, 6,000 mAh ব্যাটারি। এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। Realme 6 ও Readmi Note 9 Pro কে টেক্কা দিতেই নতুন এই ফোন ভারতে নিয়ে এল Samsung।
4GB RAM + 64GB স্টোরজে Galaxy M21 -এর দাম 12,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম জানায়নি Samsung। 23 মার্চ দুপুর 12 টায় Amazon.in থেকে এই ফোন বিক্রি শুরু হবে।
এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে One Ui 2.0 স্কিন চলবে। Galaxy M21-এ থাকছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট। সঙ্গে রয়েছে 6GB RAM ও 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 20 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে।
স্মার্টফোনে 150MP ক্যামেরা! চলতি বছরেই আসতে পারে Samsung -এর নতুন সেন্সর
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C ও 3.5 মিমি অডিও পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 6,000 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 188 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.