বাজারে এল স্যামসাং গ্যলাক্সি নোট 9। নিউইয়র্কের ব্রুকলিনে জমকালো অনুষ্ঠানে আত্মপ্রকাশ করল গ্যলাক্সি নোট 9। তবে ভারতে কবে থেকে এই স্মার্টফোন বিক্রি শুরু হবে তা এখনও জানা যায়নি। আর দাম কত হবে সেটাও জানা যায়নি।
নতুন এই ফোনে থাকছে একাধিক সুযোগ সুবিধা। তার মধ্যে থাকছে বেশিক্ষণ চলা ব্যাটারি এবং অনেক বেশি জায়গা। নতুন এই ফোনের মধ্যেই থাকছে 512 জিবি জায়গা। সেটা 1টিবি পর্যন্ত বাড়ানো যায়। এছাড়া থাকছে 8 জিবি র্যাম।
এখন তিনটি রঙে পাওয়া যাচ্ছে নোট 9। তার মধ্যে আছে মিডনাইট ব্ল্যাক, মেটালিক কপার এবং অসিয়ান ব্লু।
নতুন ফোনের দাম
আমেরিকার বাজারে দাম হতে চলেছে ভারতীয় টাকায় প্রায় Rs. 68,700। তাতে 6জিবি র্যাম থাকবে। আর 128 জিবি জায়গা থাকবে। আর 8 জিবি র্যাম এবং 512 জিবি জায়গা যুক্ত ফোনের দাম প্রায় 85,900 টাকা। আজ থেকেই ফোনের অর্ডার দিতে পারবেন গ্রাহকরা। ফোন পাওয়া যাবে এ মাসের শেষ থেকেই।
স্মার্টফোনের প্রসঙ্গ এলেই আসে ক্যামেরার প্রশ্ন। এই ফোনে থাকছে রিয়ার ডুয়াল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন