Ulefone Armor 33 সিরিজ 118 ডেসিবেল স্পিকার ও Infinite Halo 2.0 RGB লাইটের সঙ্গে এসেছে।
Photo Credit: Ulefone
Ulefone Armor 33 সিরিজের বিশেষত্ব বিশাল 22,500mAh ব্যাটারি
রাগেড স্মার্টফোন তৈরির জন্য পরিচিত Ulefone নিয়ে এল দু'টি হাই-ক্যাপাসিটি ব্যাটারির ফোন। Ulefone Armor 33 ও Armor 33 Pro শক্তিশালী 22,500mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এটি এক চার্জে টানা 10 দিন চলবে বলে জানিয়েছে কোম্পানি। Ulefone Armor 33 সিরিজ ঝড়বৃষ্টি, থেকে শুরু করে উচ্চ তাপমাত্রা সহ সব রকম প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য ডিজাইন করা হয়েছে। দুই ফোনেই 64 মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা হয়েছে। ফোনগুলি IP68+IP69K রেটিং পূরণ করার ফলে জল ভেতরে ঢুকতে পারে না। Armor 33 সিরিজ 118 ডেসিবেল স্পিকার ও Infinite Halo 2.0 RGB লাইট দিয়ে সজ্জিত।
Ulefone Armor 33 এবং Armor 33 Pro উভয় 6.95 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি+ (1,080x2,460 পিক্সেল) রেজোলিউশন, 700 নিট ব্রাইটনেস, এবং কর্নিং গরিলা গ্লাস 5 সুরক্ষা অফার করে। আবার প্রো ভেরিয়েন্টের পিছনে 3.4 ইঞ্চি এইচডি+ (412x960 পিক্সেল) আইপিএস এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 60 হার্টজ ও ব্রাইটনেস 600 নিট। অন্যদিকে, বেস মডেলের পিছনে সেকেন্ডারি ডিসপ্লের পরিবর্তে 1,100 লুমেনস এলইডি লাইটের সারফেস (ওয়ার্নিং লাইট) রয়েছে।
ছবি ও ভিডিয়ো তোলার জন্য, Ulefone Armor 33 সিরিজে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 64 মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ফোনগুলির সামনে একটি 32 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। প্রতিটি ফোন মিলিটারি গ্রেড MIL-STD-810H ড্রপ-রেজিট্যান্স সার্টিফায়েড।
Ulefone Armor 33 ফোনটি MediaTek Helio 100 প্রসেসর এবং 12 জিবি র্যামের সঙ্গে এসেছে। অন্যদিকে, Pro ভেরিয়েন্টে MediaTek Dimensity 7300X চিপসেট এবং 16 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। উভয় ফোনেই 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সুবিধা রয়েছে। এবং স্টক অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করে। ফোনগুলি 22,500mAh ব্যাটারি পেয়েছে যা 66W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
Ulefone Armor 33 সিরিজের শুধু Pro ভেরিয়েন্ট 5G কানেক্টিভিটি সাপোর্ট করে, যেখানে বেস মডেলটি কেবল 4G নেটওয়ার্ক ব্যবহার করে। সুরক্ষার জন্য, ফোনগুলির পাওয়ার বোতামে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেটেড আছে। এছাড়াও, একটি অতিরিক্ত কাস্টমাইজেবল কী এবং একটি ডেডিকেটেড ক্যামেরা বাটন পাওয়া যাবে।
Ulefone Armor 33 সিরিজের স্মার্টফোনগুলির দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে কোম্পানি নিশ্চিত করেছে, আন্তর্জাতিক বাজারের ক্রেতারা 18 আগস্ট থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং AliExpress এর মাধ্যমে 50 শতাংশ পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন