ইতিমধ্যেই ভারতে একাধিক রাজ্যে Mobiistar ফোন বিক্রি শুরু হয়েছে। পাঞ্জাব, পুনে, হায়দ্রাবাদ, আমেদাবাদ ও লখনৌ তে ইরিমধ্যেই পাওয়া যায় ভিয়েতনামের Mobiistar স্মার্টফোন।
Mobiistar XQ Dual।
পশ্চিমবঙ্গের বাজারে প্রবেশ করল ভিয়েতনামে স্মার্টফোন কোম্পানি Mobiistar। বুধবার থেকে এই রাজ্যে অফলাইন বাজারে Mobiistar স্মার্টফোওন বিক্রি শুরু হয়েছে। এক বিবৃতিতে এই কথা জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার স্মার্টফোন কোম্পানি। কোম্পানি জানিয়েছে যে সব গ্রাহক প্রথমবারের জন্য স্মার্টফোন কিনতে চলেছে প্রধানত তাদের লক্ষ্য করেই এই রাজ্যে ব্যবসা শুরু করেছে Mobiistar।
কোম্পানির সিইও কার্ল নগো বলেন অনলাইনের পরিবর্তে আপাতত পশ্চমবঙ্গের অফলাইন বাজারে বিক্রি শুরু হবে এই ফোন। কোম্পানি মনে করে অফলাইন বাজারে বিশাল লাভের সম্ভাবনা রয়েছে।
“আমরা সম্প্রতি জানতে পেরেছি ভারতে প্রায় 30 শতাংশ মানুষ অনলাইনে স্মার্টফোন কেনেন। অর্থাৎ এখনো এই দেশের 70 শতাংশ স্মার্টফোন গ্রাহক অফলাইনে ফোন কিনতেই স্বাচ্ছন্দ।” বলেন তিনি।
নগো বলেই এই ধরনের গ্রাহকরা মূলক ছোট শহর বা গ্রামীন এলাকায় থাকনে। এই সব গ্রাহক ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করলেই দোকানে গিয়ে ফোন কিনতে পছন্দ করেন।
ইতিমধ্যেই ভারতে একাধিক রাজ্যে Mobiistar ফোন বিক্রি শুরু হয়েছে। পাঞ্জাব, পুনে, হায়দ্রাবাদ, আমেদাবাদ ও লখনৌ তে ইতিমধ্যেই পাওয়া যায় ভিয়েতনামের Mobiistar স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nishaanchi (2025) Now Available for Rent on Amazon Prime Video: What You Need to Know
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature