আগামি মাসেই লঞ্চ হবে বহু প্রতীক্ষিত স্মার্টফোন Vivo Apex। এই বছরের শুরুতে মোবাইল কংগ্রেস 2018 তে প্রথম দেখা গিয়েছিল এই ফোনটি। এই ফোনের প্রধান আকর্ষণ অবশ্যই ফোনের 91% স্ক্রিন টু বডি রেশিও। প্রায় গোটা ফোনটি জুড়েই থাকবে খালি ডিসপ্লে। থাকবে না এছাড়ার এই ফোনে ডিসপ্লের নীচেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর ফোন থেকে উপরে উঠে আসবে সেলফি ক্যামেরাটি। চিনের এই স্মার্টফোন কোম্পানিটি জানিয়েছে আগামি 12 জুন সাংহাইতে আয়োজিত হবে এক লঞ্চ ইভেন্ট। আর সেই ইভেন্টেই লঞ্চ হতে পারে নতুন Vivo Apex।
চিনে এই ফোনের ফিচার দেখিয়ে ইতিমধ্যেই বিজ্ঞাপন দেওয়া শুরু করে দিয়েছে ভিভো। সেই বিজ্ঞাপনেই জানানো হয়েছে আফামি ফুটবল বিশ্বকাপের সময় লঞ্চ হবে নতুন এই ফোনটি। যদিও ফোনের দাম ও স্পেসিফিকেশান নিয়ে এখনো কিছু জানানো হয়নি ভিভোর তরফে।
ভিভো জানিয়েছে এই ফোনের ডিসপ্লের OLED প্ল্যানেলের নিচের 50% স্থানে ডিসপ্লের নীচেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। কোম্পানির তরফে স্পেসিফিকেশান কিছু জানা না গেলেও ওয়েব দুনিয়ায় খবর এই ফোনে থাকবে 18:9 অ্যাসপেক্ট রেশিওর 5.99 ইঞ্চি ডিসপ্লে। গোটা ফোনজুড়েই থাকবে এই ফোনের স্ক্রিনটি। অন্যান্য ফোনের মতো এই ফোনের ডিসপ্লের উপরে থাকবে না অস্বস্তিকর কালো নচ। আর জানা যাচ্ছে এই ফোনের প্রক্সিমিটি সেন্সারটি থাকবে ডিসপ্লের নীচে আর ফোনের ভিতরে থাকবে লেটেস্ট Snapdragon 845 চিপসেট।
Vivo Apex এর অন্যতম আকর্ষনীয় ফিচার এই ফোনের সেলফি ক্যামেরাটি। 8MP এই সেলফি ক্যামেরাটি লুকিয়ে থাকে ফোনের ভিতরে। আর প্রযোজন মতো বেড়িয়ে পড়ে ফোনের উপর দিক থেকে। ক্যামেরাটি বেরোতে সময় লাগবে 0.8 সেকেন্ড। সম্পূর্ণ ফোন জুড়ে ডিসপ্লে থাকার কারনেই ফোনের ভিতরে রাখতে হয়েছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি। শোনা যাচ্ছে এই ফোনের ক্যামেরাতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। এর মাধ্যমে ক্যামেরায় তোলা ছবি আরও ভালো করে ফেলার ক্ষমতা রাখবে ফোনের সফটওয়ারটি। ফোনটি মাত্র 7.8 মিমি চওড়া বলে জানা গিয়েছে। এই স্মার্টফোনে কল করার জন্য থাকবে না কোন ইয়ারপিস। স্ক্রিন সাউন্ডকাস্টিং টেকনোলজির মাধ্যমে ভাইব্রেশান দিয়ে ডিসপ্লে থেকে ফোন করার সময় শব্দ তৈরী করবে Vivo Apex। এছাড়াও লাউডস্পিকারের কাজও এই টেকনোলজি দিয়েই হবে Vivo Apex এ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন