Vivo T3X 5G হ্যান্ডসেটটির উত্তরসূরী হিসেবে ভারতে উম্মোচিত হয়েছে Vivo T4X 5G

Vivo T4X 5G-হ্যান্ডসেটটি একটি MIL STD-810H মিলিটারি গ্রেড ডুরাবিলিটি সার্টিফিকেশন পেয়েছে

Vivo T3X 5G হ্যান্ডসেটটির উত্তরসূরী হিসেবে ভারতে উম্মোচিত হয়েছে Vivo T4X 5G

Photo Credit: Vivo

Vivo T4x 5G মেরিন ব্লু এবং প্রোন্টো পার্পল রঙে পাওয়া যাবে

হাইলাইট
  • Vivo T4x 5G মেরিন ব্লু এবং প্রোন্টো পার্পল রঙে পাওয়া যাবে
  • ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে IP64-রেটিং দেওয়া আছে
  • হ্যান্ডসেটে 44W-এর তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে দেওয়া আছে
বিজ্ঞাপন

বিগত বুধবার ভারতে Vivo T4X 5G হ্যান্ডসেটটি লঞ্চ হয়েছে। স্মার্টফোনটি 8জিবি পর্যন্ত RAM-এর সাথে MediaTek Dimensity 7300 চিপসেট দ্বারা চালিত। এটিতে 6500mAh ব্যাটারী আছে, যেটি এই সেগমেন্টের সবচেয়ে বড় ক্যাপাসিটির ব্যাটারী হওয়ার দাবি করেছে। হ্যান্ডসেটটি মিলিটারি গ্রেডের ডুরাবিলিটির সার্টিফিকেশন এবং ধূলো ও জল প্রতিরোধের জন্য একটি IP64 রেটিং দেওয়া হয়েছে। এটি 50-মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত। ফোনটি 2024 সালের এপ্রিল মাসে ভারতে উন্মোচিত Vivo T3X 5G-এর উত্তরসূরী হিসেবে উন্মোচিত হয়েছে।

ভারতে Vivo T4X 5G-হ্যান্ডসেটটির দাম এবং উপলব্ধতা:

ভারতে Vivo T4X 5G হ্যান্ডসেটটির 6জিবি+128জিবি বিকল্পটির দাম 13,999 টাকা, সেখানে 8জিবি+128জিবি এবং 8জিবি+256জিবির দাম যথাক্রমে 14,999 টাকা এবং 16,999 টাকা। এটি মেরিন ব্লু এবং প্রন্তো পার্পল রঙের বিকল্প প্রদান করে।

ফোনটিকে মার্চ মাসের 12 তারিখ থেকে ফ্লিপকার্ট, Realme ইন্ডিয়া ই-স্টোর এবং বাছাই করা কিছু খুচরো দোকানের মাধ্যমে বিক্রি করা হবে। বিক্রয়ের প্রথম দিন গ্রাহকরা বাছাইকরা ব্যাংকের কার্ডের উপর 1000 টাকা ছাড় পেতে পারেন।

Vivo T4X 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন:

Vivo T4X 5G-হ্যান্ডসেটটিতে 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.72 ইঞ্চির full-HD+ (1,080×2,408 পিক্সেল) LCD স্ক্রিন আছে, যেটির সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 1,050 নিট এবং এটি TUV রাইনল্যান্ডের আই প্রোটেকশন সার্টিফিকেট পেয়েছে। এটি MediaTek Dimensity 7300 SoC দ্বারা সজ্জিত, এবং এটির সাথে 8জিবি LPDDR4X RAM এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজ যুক্ত করা হয়েছে। এটি Android 15-ভিত্তিক FuntouchOS 15 দ্বারা চালিত।

ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে একটি LED ফ্ল্যাশ এবং একটি বৃত্তাকার ডায়নামিক লাইট ইউনিটের সাথে একটি 50 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা, এবং একটি 2- মেগাপিক্সেলের দ্বিতীয় ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির সামনের ক্যামেরাটি 8-মেগাপিক্সেলের। এসবের পাশাপাশি হ্যান্ডসেটটি ডুয়াল স্টেরিও স্পিকার আছে। এতে MIL-STD-810H মিলিটারি গ্রেড ডুরাবিলিটির সার্টিফিকেশন এবং ধূলো ও জল প্রতিরোধের জন্য IP64-রেটিং দেওয়া হয়েছে।

Vivo T4X 5G-ফোনটি 44W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 6,500mAh ব্যাটারী থাকছে। সংযোগের বিকল্পগুলির ক্ষেত্রে এটিতে 5G, 4G VoLTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, GPS GLONASS Beidou এবং একটি USB Type-C-পোর্ট আছে। ফোনটির পাশের অংশে সামান্য উঁচু একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। স্মার্টফোনটির পরিমাপ 165.7×76.3×8.09। ফোনটির প্রনতো পার্পল রঙের বিকল্পটির ওজন 204 গ্রাম এবং মেরিন-ব্লু বিকল্পটির ওজন 208 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi Note 15 Pro 5G সিরিজ ভারতে 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচারের সাথে লঞ্চ হল
  2. Vivo Y31d: ভিভো আনল 7,200mAh ব্যাটারির শক্তিশালী ওয়াটারপ্রুফ ফোন, গেম খেললেও গরম হবে না
  3. iQOO 15R বাজেটের মধ্যে দ্রুততম ফোন হতে পারে, কত টাকা দাম হবে দেখে নিন
  4. দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G আগামীকাল লঞ্চ হচ্ছে, দাম কত হবে জেনে নিন
  5. Aadhaar App: বাড়ি বসে এক ক্লিকে হবে আধারের ফোন নম্বর ও ঠিকানা আপডেট, হাজির কেন্দ্রের নতুন অ্যাপ
  6. 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে আসতে পারে Xiaomi 17 Max, লঞ্চ কবে জেনে নিন
  7. Android ডিভাইসের জন্য নতুন ফিচার্স আনল Google, ফোন চুরি বা হারালেও আর ভয় নেই
  8. WhatsApp বিশেষ সিকিউরিটি ফিচার আনল, হ্যাকারদের চেষ্টা হবে ব্যর্থ, এক ক্লিকেই সুরক্ষিত থাকবে অ্যাকাউন্ট
  9. Oppo গড়তে চলেছে রেকর্ড? এক ফোনেই এবার 200 মেগাপিক্সেলের জোড়া ক্যামেরা
  10. 6,000mAh ব্যাটারির সাথে Samsung Galaxy A07 5G সস্তায় ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »