Photo Credit: 91Mobiles
আগামী সপ্তাহে ভারতে V সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করবে Vivo। নতুন এই ফোনের নাম Vivo V17। সম্প্রতি Vivo S1 ফোনের নাম বদলে রাশিয়ায় লঞ্চ হয়েছিল Vivo V17। যদিও রাশিয়ায় লঞ্চ হওয়া Vivo V17 ফোনের সাথে ভারতের Vivo V17 ফোনে কিছু পার্থক্য থাকছে। ভারতে Vivo V17 ফোনে থাকবে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে।
সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে ভারতে Vivo V17 ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে ভারতের Vivo V17 ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ছাড়াও ফোনের পিছনে ‘L' শেপের ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। সেখানে থাকবে চারটি ক্যামেরা।
ভারতে Vivo V17 ফোনে একটি Qualcomm Snapdragon 675 চিপসেট ব্যবহার করতে পারে চিনের কোম্পানিটি। এছাড়াও ফোনের ভিতরে থাকতে পারে 4,500 mAh ব্যাটারি আর 6.44 ইঞ্চি OLED ডিসপ্লে। এই ফোনে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
রাশিয়ায় লঞ্চ হওয়া Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Vivo V17 ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo V17 ফোনে থাকছে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। Vivo V17 গ্লোবাল ভেরিয়েন্টের ওজন 186.7 গ্রাম। ভারতে 9 ডিসেম্বর লঞ্চ হতে পারে Vivo V17।
আরও পড়ুন:
শীঘ্রই নতুন ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে Vivo U20
নতুন রঙে ভারতে এল Oppo A9 2020: দাম ও স্পেসিফিকেশন
Realme Winter Sale: স্মার্টফোনে 3,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Realme
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন