ভারতে নতুন রঙে লঞ্চ হল Oppo A9 2020। সোমবার ভ্যানিলা মিন্ট রঙে এই স্মার্টফোন লঞ্চ করেছে Oppo। সেপ্টেম্বর মাসে মেরিন গ্রিন আর স্পেস পার্পল রঙে লঞ্চ হয়েছিল Oppo A9 2020। Oppo A9 2020 ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। কোয়াড ক্যামেরা ছাড়াও Oppo A9 2020 ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি আর Snapdragon 665 চিপসেট।
4GB RAM ভেরিয়েন্টে নতুন ভ্যানিলা মিন্ট রঙে Oppo A9 2020 এর দাম 15,990 টাকা। 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন কিনতে 18,490 টাকা খরচ হবে।
Oppo A9 2020 ফোনে থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.0.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি।
Oppo A9 2020 ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকছে। Oppo A9 2020 ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
Oppo A9 2020 ফোনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ফোনের ভিতরে থাকবে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
আরও পড়ুন:
Realme Winter Sale: স্মার্টফোনে 3,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Realme
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন