Vivo V60e ভারতে অক্টোবর 7 লঞ্চ হবে। এতে পাতলা বেজেল ও ডায়মন্ড শিল্ড গ্লাস সহ কোয়াড-কার্ভড স্ক্রিন থাকবে।
Photo Credit: Vivo
Vivo V60e এলিট পার্পল ও নোবেল গোল্ড রঙে বিক্রি হবে
Vivo V60e যে অক্টোবর মাসে ভারতে লঞ্চ হতে পারে, তা সম্প্রতি বিভিন্ন সূত্র মারফত দাবি করা হয়েছিল। আর আজ ভিভো নিজেও এই খবরে শিলমোহরে দিয়ে লঞ্চের দিনক্ষণ প্রকাশ করেছে। ফোনটির মুখ্য আকর্ষণ হতে চলেছে 200 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। আবার সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। হ্যান্ডসেটটিতে AI ফোর-সিজন পোট্রেট ও AI ফেস্টিভ পোট্রেট নামে দু'টি বিশেষ ক্যামেরা মোড পাওয়া যাবে। এটি MediaTek Dimensity 7360 প্রসেসরে চলবে বলে জানা গিয়েছে। Vivo V60e ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগেই দাম ও স্পেসিফিকেশনগুলি ফাঁস হয়েছে।
Vivo V60e ভারতে অক্টোবর 7 অর্থাৎ আগামী মঙ্গলবার লঞ্চ হবে। এতে পাতলা বেজেল এবং ডায়মন্ড শিল্ড গ্লাস সহ একটি কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে। স্মার্টফোনটির পিছনের অংশে ডুয়াল ক্যামেরা সেটআপ মিলবে। এর মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সহ 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যা 30x জুম এবং 85 মিমি পোর্ট্রেট ইমেজিং অফার করবে। মেইন ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকবে।
ফোনটির গোল অরা লাইট LED ফ্ল্যাশ হিসেবেও কাজ করতে পারে। সামনের দিকে, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে ভিভো, যার ফিল্ড অফ ভিউ 92 ডিগ্রি। হ্যান্ডসেটটি এলিট পার্পল ও নোবেল গোল্ড রঙে পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে, এটি IP68 ও IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করবে। এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি পাওয়া যাবে।
Vivo V60e ফোনটি Android 15-নির্ভর Funtouch OS কাস্টম সফটওয়্যারে চলবে। ফোনটি তিনটি Android OS আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাবে। এতে এআই ক্যাপশন এবং জেমিনাই-এর মতো এআই ফিচার্স উপলব্ধ হবে। এর সঙ্গে এনএফসি (NFC) এবং ইনফফ্রারেড (IR) ব্লাস্টারের মতো বৈশিষ্ট্য মিলবে।
ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, ভিভো ভি60ই এর দাম ভারতে 34,999 টাকা থেকে শুরু হবে। তবে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের এই ভেরিয়েন্ট অফার অর্ন্তভুক্ত করে 28,749 টাকায় কেনা যাবে। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি এবং 12 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 36,999 টাকা ও 38,999 টাকা।
অন্য দুই মডেলেও অফার যোগ করার পর যথাক্রমে 30,749 টাকা ও 32,749 টাকায় পাওয়া যাবে। উল্লেখ্য, ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ফোন Vivo X300 লাইনআপ অক্টোবর 13 চীনে লঞ্চ হচ্ছে। এই সিরিজের Vivo X300 এবং X300 Pro উভয় Zeiss-টিউনড 200 মেগাপিক্সেল ক্যামেরা ও 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন