এই বছর এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V9 Youth। লঞ্চের পরে জুন মাসে V9 Youth এর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল Vivo। স্পেসিফিকেশানের দিক থেকে Vivo V9 এর ঠিক পিছনেই থাকবে এই ফোন। লঞ্চের পরে দ্বিতীয়বার V9 Youth এর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে Vivo। শুধুমাত্র 4GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে Vivo V9 Youth পাওয়া যায়। ভারতে Vivo V9 Youth এর দাম কমে হয়েছে 16,990 টাকা। এই ফোনে রয়েছে একটি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে, ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে।
মুম্বাইয়ের জনপ্রিয় রিটেলার মহেশ টেলিকম জানিয়েছে 16,990 টাকায় Vivo V9 Youth কেনা যাচ্ছে। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 18,990 টাকা। জুন মাসে দাম কমে 17,990 টাকায় Vivo V9 Youth কেনা যাচ্ছিল। এবার দাম কমে হল 16,990 টাকা। এখনো Flipkart, Amazon Paytm Mall এর মতো ই-কমার্স পোর্টালে এখনো 17,990 টাকা দামেই Vivo V9 Youth বিক্রি হচ্ছে।
Vivo V9 Youth এ রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Vivo V9 Youth এর ভিতরে রয়েছে একটি Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo V9 Youth এ রয়েছে একটি 16MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। এর সাথেই Vivo V9 Youth এ রয়েছে একটি 16MP সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে একটি 3260 mAh ব্যাটারি রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন