Photo Credit: Vivo
Vivo X200 সিরিজটি তিনটি মডেলের সমন্বয়ে - Vivo X, X200 Pro এবং X200 Pro Mini বিকল্পে এই সপ্তাহে চীনে লঞ্চ করা হয়েছিল। Vivo এখনো পর্যন্ত ভারতে এই লাইনআপটির লঞ্চের কোনো তারিখ ঘোষণা করেন। তবে একটি রিপোর্ট পরামর্শ দেয় যে, এই বছরের শেষে তারা ভারতে ফোনগুলির আবির্ভাব ঘটাতে পারে। কোম্পানীর তিনটি স্মার্টফোনই নতুন MediaTek Dimensity 9400 SoC প্রসেসর দ্বারা চালিত এবং জার্মান অপটিক্স ব্র্যান্ড Zeiss-এর সহ-প্রকৌশলী বৈশিষ্ট্যে দ্বারা ক্যামেরা সিস্টেমটি সমৃদ্ধ হয়ে আছে।
91 মোবাইল ইন্ডাস্ট্রির সূত্র উল্লেখ করে জানিয়েছে যে, ভারতে Vivo X200 সিরিজটি নভেম্বর মাসের শেষের দিকে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে লঞ্চ করা হতে পারে। 2023 সালে নভেম্বর মাসে চীনে Vivo X100 এবং Vivo X100 Pro এর প্রাথমিক আত্মপ্রকাশ ঘটেছিল তারপর এই চলতি বছর জানুয়ারিতে সেটি লঞ্চ করা হয়েছিল।
ভ্যানিলা Vivo X200-র বেস মডেল 12 জিবি RAM +256 জিবি স্টোরেজ বিকল্পের প্রারম্ভিক দাম CNY 4,300( ভারতীয় মূল্যে প্রায় 51,000 টাকা)র সাথে Vivo X200 সিরিজটি চলতি সপ্তাহের শুরুতে চীনে লঞ্চ করা হয়েছিল। Vivo X200 Pro এর দাম শুরু হচ্ছে CNY 5,999 (63,000টাকা), সেখানে Vivo X200 pro Mini-র বেস মডেলটির দাম CNY 4,699 (প্রায় 56,000টাকা)।
Vivo X200 সিরিজের তিনটি স্মার্টফোনই MediaTek Dimensity 9400 SoC চিপসেট প্রসেসর দ্বারা চালিত এবং 50 মেগাপিক্সেলের একটি প্রধান ক্যামেরার সাথে ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত হয়ে আছে। নতুন লাইনআপের ফোনগুলি প্রথম, পরবর্তী প্রজন্মের MediaTek চিপসেট বৈশিষ্ট্যের সাথে যুক্ত হয়ে আছে। তিনটি হ্যান্ডসেটের ক্যামেরা ইউনিটগুলি Zeiss দ্বারা সহ-প্রকৌশলী বৈশিষ্ট্য দ্বারা সম্পন্ন।এগুলি Origin OS 5 দ্বারা চালিত।
ভ্যানিলা Vivo X200 টিতে 90W এর তারযুক্ত চার্জিং সমর্থনে একটি 5,800 mAh এর ব্যাটারী আছে। সেখানে Vivo X200 pro এবং X200 Pro Mini- হ্যান্ডসেটগুলি 90W-এর তারযুক্ত চার্জিং সমর্থিত যথাক্রমে 6,000 mAh এবং 5,800 mAh ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন