Vivo X200T is said to feature a Zeiss-branded triple rear camera setup
Photo Credit: X/Abhishek Yadav
গত বছর Vivo, OnePlus, Oppo, iQOO এর মতো ব্র্যান্ডরা যে সব প্রিমিয়াম স্মার্টফোন ভারতে এনেছে, সেগুলোর সবকটি ধরাছোঁয়ার বাইরে। তবে কিছুটা আশার সঞ্চার ঘটিয়ে Vivo X200T খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। এই ফ্ল্যাগশিপ ফোনের দাম হাতের নাগালের মধ্যে রাখতে পারে কোম্পানি। অফিসিয়াল লঞ্চের আগেই অনলাইনে ফোনটির দুই স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ও কালার অপশন ফাঁস হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ডিজাইন প্রকাশ্যে চলে এসেছে। Vivo X200T মডেলে তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। ক্যামেরা সেটআপটি Zeiss টিউন করেছে।
টেক ব্লগার অভিষেক যাদব দাবি করেছেন যে, Vivo X200T ভারতে দু'টি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে৷ বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম 59,999 টাকা হবে। অন্য দিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 69,999 টাকা রাখবে কোম্পানি। এটি ব্ল্যাক ও পার্পল কালার অশপনে কেনা যাবে।
স্পেসিফিকেশনের কথা বললে, ভিভো এক্স200টি ফোনের সামনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ সাপোর্ট করবে। ফোনটি MediaTek Dimensity 9400+ চিপসেট দ্বারা চালিত হবে। এই ফ্ল্যাগশিপ প্রসেসর TSMC এর থার্ড জেনারেশন 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত এবং পিক ক্লক স্পিড 3.73 গিগাহার্টজ। চিপটি ফোনের LPDDR5X Ultra র্যাম ও UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।
ফটোগ্রাফির জন্য, Vivo X200T ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল Zeiss সুপার ফটো সেন্সিটিভ প্রাইমারি ক্যামেরা (Sony LYT-702), 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (Samsung JN1), এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (Sony LYT-600) থাকবে। সেলফি এবং ভিডিও কল করার জন্য, সামনের ক্যামেরায় 32 মেগাপিক্সেল সেন্সর মিলবে।
ভিভোর আসন্ন ফোনে 6,200mAh ব্যাটারি থাকবে, যা 90W ওয়্যার্ড চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করা থাকবে। এর উপর Origin OS কাস্টম স্কিন পাওয়া যাবে। সংস্থা পাঁচটি মেজর Android OS আপগ্রেড এবং সাত বছর সিকিরিটি আপডেট প্রদান করবে।
এছাড়াও, Vivo X200T এর অন্যান্য ফিচার্সের মধ্যে IP68 + IP69 জল এবং ধুলো রোধী রেটিং, 3D ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, eSIM সাপোর্ট, Wi-Fi 7, ইউএসবি টাইপ সি পোর্ট, 4,500 বর্গ মিলিমিটার ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.