ভিভো 2026 সালের জানুয়ারিতে তিনটি নতুন ফোন ভারতে আনতে পারে। আগামী মাসের শেষে লঞ্চ হতে পারে Vivo V70, Vivo V70 Elite, এবং Vivo X200T। এখন স্মার্টফোনগুলির দাম অনলাইনে ফাঁস হয়েছে। চলুন দেখে নিই এই ফোনগুলি কেমন দামে আসতে পারে ও কী কী স্পেসিফিকেশন থাকবে।
Vivo X200T ফ্রেম ইন্টারপোলেশন ও ভার্চুয়াল গ্রাফিক্স কার্ড প্রযুক্তি নিয়ে আসতে পারে। এটি গেম খেলার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গেমের দৃশ্যকে আরও মসৃণ করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করার কথা জানা গিয়েছে।