Photo Credit: Weibo
16 ডিসেম্বর লঞ্চ হবে Vivo X30 আর Vivo X30 Pro। এই ফোনে থাকবে Exynos 980 চিপসেট আর 5G সাপোর্ট। সম্প্রতি ইন্টারনেটে Vivo X30 Pro ফোনের একাধিক ছবি সামনে এসেছে। এই ছবিগুলিতে সামনে ও পিছনের দিক থেকে এই ফোন দেখা গিয়েছে। Vivo X30 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। ফোনের সামনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে।
সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Vivo X30 Pro ফোনের ছবি সামনে এসেছে। এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এর মধ্যে উপর নীচে এক সারিতে তিনটি ক্যামেরা থাকছে। এই তিন ক্যামেরার পাশেই থাকছে চতুর্থ ক্যামেরা। এটা পেরিস্কোপ ডিজাইনের চতুর্থ ক্যামেরা হওয়ার সম্ভাবনা রয়েছে। Vivo X30 টিজার প্রকাশ করে Vivo জানিয়েছিল এই ফোনে 60x ডিজিটাল জুম করা যাবে।
Vivo X30 Pro ফোনে থাকবে একটি 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। ফোনের ভিতরে থাকছে একটি Exynos 980 5G চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই ফোনের দাম সামনে এসেছিল। 8GB RAM + 128GB স্টোরেজে Vivo X30 Pro এর দাম 3,998 ইউয়ান (প্রায় 40,000 টাকা)। 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোনের দাম 4,498 ইউয়ান (প্রায় 45,000 টাকা)। টপ ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজে Vivo X30 Pro কিনতে 4,998 ইউয়ান (প্রায় 50,000 টাকা) খরচ হবে।
Vivo X30 Pro ফোনের পিছনের ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সেলফি তোলার জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Vivo। Vivo X30 Pro ফোনের ভিতরে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 44W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন