Vivo Y70s-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির FunTouch OS স্কিন চলবে। এই ফোনে 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। Exynos 880 চিপসেটের সঙ্গেই রয়েছে 8GB RAM ও 128GB স্টোরেজ।
Vivo Y70s
বাজারে এল Vivo Y70s। সম্প্রতি চিনে এই ফোন লঞ্চ হয়েছে। এই ফোনে থাকছে Samsung-এর Exynos 880 চিপসেট। 5G কানেটিভিটির সঙ্গেই রয়েছে 6.53 ইঞ্চি ডিসপ্লে 128GB স্টোরেজ। Vivo Y70s-এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। জুনে এই ফোন বিক্রি শুরু করবে Vivo।
Vivo Y70s'র দাম 1998 ইউয়ান (প্রায় 21,200 টাকা)। একাধিক স্টোরেজ ও মেমোরি সহ এই ফোন পাওয়া যাবে। চিনে 1 জুন এই ফোন বিক্রি শুরু হবে।
Vivo Y70s-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির FunTouch OS স্কিন চলবে। এই ফোনে 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। Exynos 880 চিপসেটের সঙ্গেই রয়েছে 8GB RAM ও 128GB স্টোরেজ।
ফোনের পিছনে তিনটি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ও 2 মেগাপিক্সেল ডেপ্ত ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
Vivo Y70s-এ রয়েছে 4,500 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G,4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফএম রেডিও, USB 2.0 ও 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে। ফোনের ওজন 190 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Wobble Announces Launch Date for First Smartphone in India: Expected Specifications, Features
Samsung Galaxy Z Fold 8 Said to Feature Larger Battery, Reintroduce S-Pen Support