জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y91। লঞ্চের সময় এই ফোনে 2GB RAM ছিল। এবার 3GB RAM ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হল এই স্মার্টফোন। নতুন Vivo Y91 ফোনে থাকছে ছোট নচ আর গ্রেডিয়েন্ট ব্যাক। জানুয়ারি মাসে লঞ্চের পরে ইতিমধ্যেই একাধিক বার সস্তা হয়েছে এই স্মার্টফোনের 2GB RAM ভেরিয়েন্ট। অতিরিক্ত RAM ছাড়াও নতুন ভেরিয়েন্টে অতিরিক্ত কোন ফিচার থাকছে না। Vivo Y91 ফোনে রয়েছে 6.22-ইঞ্চি HD+ ডিসপ্লে আর MediaTek Helio P22 চিপসেট।
ভারতে 3GB RAM ভেরিয়েন্টে Vivo Y91 এর দাম 9,990 টাকা। অনলাইনে Amazon, Flipkart, Paytm, Vivo India e-Store এবং অফলাইনে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Vivo Y91 ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, PowerVRGE8320 GPU, 3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Y91 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্তাইমারি ক্যামেরাতী 13MP। সাথে থাকছে 2MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে একটি 8MP সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন