Vivo Z5x ফোনে 5,000 mAh ব্যাটারি থাকছে। এছাড়াও জানানো হয়েছে বিশাল ব্যাটারি থাকা সত্বেও মাত্র 9 মিমি চওড়া এই স্মার্টফোন। এছাড়াও Vivo Z5x ফোনে থাকছে 6.53 ইঞ্চি ডিসপ্লে।
Photo Credit: JD.com
24 মে লঞ্চ হবে Vivo Z5x
24 মে চিনে লঞ্চ হবে Vivo Z5x। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে Vivo Z5x ফোনের একাধিক ফিচার সামনে এসেছে। এছাড়াও ইন্টারনেটে এই ফোনের ছবি ফাঁস হয়েছে। Vivo Z5x ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। এই প্রথম কোন Vivo স্মার্টফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে দেখা গেল। এর সাথেই Vivo Z5x ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি।
চিনের এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Vivo প্রোডাক্ট ম্যানেজার জানিয়েছেন Vivo Z5x ফোনে 5,000 mAh ব্যাটারি থাকছে। এছাড়াও জানানো হয়েছে বিশাল ব্যাটারি থাকা সত্বেও মাত্র 9 মিমি চওড়া এই স্মার্টফোন। এছাড়াও Vivo Z5x ফোনে থাকছে 6.53 ইঞ্চি ডিসপ্লে। Vivo প্রোডাক্ট ম্যানেজার জানিয়েছে এক চার্জে টানা 14 ঘন্টা গেম খেলেছেন এই স্মার্টফোনে।
24 মে চিনে লঞ্চ হবে Vivo Z5x। এই ফোনে রয়েছে Snapdragon 710 চিপসেট। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। Vivo Z5x ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Funtouch OS 9 স্কিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Take-Two CEO Says AI Won't Be 'Very Good' at Making a Game Like Grand Theft Auto