নতুন 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি ব্যবহার করে মাত্র 17 মিনিটে 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে। যদিও কোন স্মার্টফোনে প্রথম 100W ফাস্ট চার্জিং ব্যবহার হবে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।
100W ফাস্ট চার্জ প্রযুক্তি ব্যবহার করে 17 মিনিটে 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ হবে
2019 সালে 100W ফাস্ট চার্জ প্রযুক্তি সামনে এনেছিল Xiaomi। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে Xiaomi জানিয়েছে আগামী বছর থেকে কোম্পানির বিভিন্ন স্মার্টফোনে এই চার্জিং প্রযুক্তি ব্যবহার হবে। নতুন 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি ব্যবহার করে মাত্র 17 মিনিটে 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে। যদিও কোন স্মার্টফোনে প্রথম 100W ফাস্ট চার্জিং ব্যবহার হবে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।
চলতি মাসে Xiaomi ডেভেলপার কনফারেন্সে নতুন ফাস্ট চার্জিং সম্পর্কে এই কথা জানিয়েছে বেজিংয়ের কোম্পানিটি। সেই অনুষ্ঠানে উপস্থিত কিছু মানুষ সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন আগামী বছর 100W ফাস্ট চার্জিংয়ের স্মার্টফোন লঞ্চ করবে বেজিংয়ের কোম্পানিটি। অনেক দিন ধরেই 100W ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে Xiaomi। তাই মনে করা হচ্ছে 2020 সালের শুরুতেই লঞ্চ হতে পারে সুপার ফাস্ট চার্জিংয়ের এই স্মার্টফোন।
Xioami জানিয়েছে 100W Super Charge Turbo চার্জ ব্যবহার করে মাত্র 17 মিনিটে 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে। এছাড়াও সম্প্রতি 120W ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছিল Vivo। সেই চার্জিং ব্যবহার করে মাত্র 13 মিনিটে 4,000 mAh ব্যাটারি চার্জ করা যাবে। Xiaomi-র মতো আগামী বছর 120W ফাস্ট চার্জ প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ করবে Vivo।
ইতিমধ্যেই কিছু রিপোর্টে জানানো হয়েছে আগামী বছর Mi Mix 4 ফোনে প্রথম 100W চার্জিং প্রযুক্তি ব্যবহার হবে। যদিও এই বিষয়ে এখনও কোন নিশ্চিত খবর সামনে আসেনি।
আপাতত চিনে Redmi K30 5G লঞ্চের প্রস্তুতিতে ব্যাস্ত Xiaomi। ডিসেম্বরে চিনে এই ফোন লঞ্চ করবে বেজিংয়ের কোম্পানিটি।
আরও পড়ুন:
ট্রিপল ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Vivo U20
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find N5, Find X8 Series, and Reno 14 Models to Get ColorOS 16 Update in November: Release Schedule