Redmi K30 ফোনে 120Hz ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকবে একটি 60 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। এছাড়াও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পরিবর্তে Redmi K30 ফোনের পাশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Photo Credit: XDA-Developers
ডিসেম্বরে লঞ্চ হবে Redmi K30 5G
চলতি বছর লঞ্চ হওয়া Redmi K20 সিরিজ বেশ সফল হয়েছিল। এবার বাজারে আসতে চলেছে Redmi K30। ইতিমধ্যেই Xiaomi প্রধান লেই জুন জানিয়েছেন ডিসেম্বরে বাজারে আসবে Redmi K30। সম্প্রতি MIUI 11 সোর্স কোড থেকে জানা গিয়েছে Redmi K30 ফোনে 120Hz ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকবে একটি 60 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। এছাড়াও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পরিবর্তে Redmi K30 ফোনের পাশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
সম্প্রতি XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে “Phoenix” কোড নামে একটি নতুন ফোন দেখা গিয়েছে। MIUI 11 সোর্স কোড থেকে জানা গিয়েছে 60Hz আর 120Hz রিফ্রেশ রেটে এই ফোনের ডিসপ্লে ব্যবহার করা যাবে। যদিও এই ফোনের ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেড সেটিংস চোখে পড়েনি।
এছাড়াও XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Redmi K30 ফোনে একটি 60 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি Sony IMX686 সেন্সর ব্যবহার হতে পারে। Huawei Nova 6 5G ফোনেও একই সেন্সর থাকছে। ইতিমধ্যেই Xiaomi প্রধান লেই জুন জানিয়েছেন ডিসেম্বরেই বাজারে আসছে Redmi K30।
Redmi K20 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার হয়েছিল। Redmi K30 ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এছাড়াও Redmi K30 ফোনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে। Redmi K20 সিরিজে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছিল Xiaomi।
আরও পড়ুন:
নাগালের মধ্যে Snapdragon 855+ চিপসেট সহ ভারতে এল Realme X2 Pro
আসরে নামল Jio, শীঘ্রই কল ও ডেটার দাম বাড়াবে মুকেশ আম্বানির কোম্পানি
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Salliyargal Now Streaming Online: Where to Watch Karunaas and Sathyadevi Starrer Online?
NASA’s Chandra Observatory Reveals 22 Years of Cosmic X-Ray Recordings
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer
NASA Evaluates Early Liftoff for SpaceX Crew-12 Following Rare ISS Medical Evacuation