Xiaomi 16 সেপ্টেম্বর মাসের শেষে চীনে লঞ্চ হতে পারে।
Photo Credit: Xiaomi
Xiaomi 15 (ছবিতে) গত বছর অক্টোবরে লঞ্চ হয়েছিল
স্মার্টফোনপ্রেমীদের জন্য সেপ্টেম্বর পুরো জমজমাট একটি মাস। iPhone 17 লাইনআপ সদ্য লঞ্চ হয়েছে। Apple-এর পর এবার চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলির ফ্ল্যাগশিপ ফোন লঞ্চের পালা। সবার প্রথমেই আসছে Xiaomi 16 সিরিজ। সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, সেপ্টেম্বরের শেষে পর্দা সরবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সম্প্রতি Xiaomi 16 লঞ্চের তারিখ ফাঁস হয়েছে। আর এখন শাওমির আসন্ন প্রিমিয়াম ফোনের ডিসপ্লে, চিপসেট এবং ক্যামেরার বিবরণ-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এটি Snapdragon 8 Elite 2 বা Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত বিশ্বের অন্যতম বা সর্বপ্রথম ফোন হতে পারে।
টিপস্টার যোগেশ ব্রার Xiaomi 16-এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলি ফাঁস করেছেন। জানা গিয়েছে, এই প্রিমিয়াম স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি 50 মেগাপিক্সেল OmniVision প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, এবং 50 মেগাপিক্সেল Samsung ISOCELL JN5 টেলিফটো সেন্সর নিয়ে গঠিত হবে। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।
শাওমি 16 মডেলটির সামনে 6.3 ইঞ্চি LTPO OLED ডিসপ্লে থাকবে, যা 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি Snapdragon 8 Elite 2 (Snapdragon 8 Elite Gen 5 নামেও আসার সম্ভাবনা) প্রসেসর চালিত প্রথম ডিভাইসগুলির মধ্যে একটি হবে। এটি সফটওয়্যারের দিক থেকে Android 16-ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যারে চলবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, এতে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
এছাড়াও, ওই টিপস্টার জানিয়েছেন যে Xiaomi 16-এর বডি IP68 বা IP69 সার্টিফায়েড হবে। অর্থাৎ, ভিতরে জল বা ধুলো প্রবেশ করতে পারবে না। ফোনের 7,000mAh ব্যাটারি 100W ওয়্যার্ড (তারযুক্ত) ও 50W ওয়্যারলেস (তারহীন) ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, Xiaomi 16 সিরিজ সেপ্টেম্বর 24 থেকে সেপ্টেম্বর 26 তারিখের মধ্যে চীনে লঞ্চ হতে পারে। এই নতুন প্রিমিয়াম স্মার্টফোন সিরিজে চারটি মডেল আসার সম্ভাবনা রয়েছে — Xiaomi 16, Xiaomi 16 Pro, Xiaomi 16 Pro mini, ও Xiaomi 16 Pro Ultra।
Xiaomi 16 এবং Xiaomi 16 Pro প্রথমে লঞ্চ হতে পারে। Ultra মডেলটি 2026 সালের প্রথম ত্রৈমাসিকে উন্মোচিত হওয়ার সম্ভাবনা। অন্য একটি সূত্রের দাবি, বেস ও প্রো মডেলে ওয়াইড ফিল্ড অফ ভিউ সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে, যা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারবে। এছাড়াও, দুই ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে Leica-এর প্রযুক্তি ব্যবহার হবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন