32 থেকে একলাফে 50 মেগাপিক্সেল, দুর্ধর্ষ সেলফি ক্যামেরা থাকবে Xiaomi 16 সিরিজে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 অগাস্ট 2025 12:36 IST
হাইলাইট
  • Xiaomi 16 সিরিজে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে
  • ফোনগুলি Snapdragon 8 Elite 2 চিপসেটে চলবে
  • Xiaomi 16 মডেলে 7,000mAh ব্যাটারি থাকতে পারে

Xiaomi 15 ও Xiaomi 15 Pro এর সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে

Photo Credit: Xiaomi

Xiaomi 16 সিরিজের হাত ধরে একটা বড় ধামাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন আত্মপ্রকাশ করতে এমনিও বেশি দেরি নেই। চাইনিজ টেক জায়ান্টটি ইতিমধ্যেই Xiaomi 16 Ultra মডেলটি টিজ করে দাবি করেছে, এটি "মোবাইল ইমেজিংয়ের একটি নতুন উচ্চতা" উন্মোচন করবে। অর্থাৎ ক্যামেরার দিক থেকে বড় চমক দেখা যেতে পারে। এখন জল্পনা শোনা যাচ্ছে, Xiaomi 16 এবং Xiaomi 16 প্রো-তে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ উন্নত ফটোগ্রাফি সিস্টেম থাকবে। উল্লেখ্য, 2024 সালের অক্টোবরে লঞ্চ হওয়া Xiaomi 15 এবং 15 Pro-তে সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

Xiaomi 16, Xiaomi 16 Pro এর ক্যামেরায় আপগ্রেড আসতে পারে

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্ট অনুসারে, Xiaomi 16 এবং Xiaomi 16 Pro-তে 50-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে, যা অটোফোকাস এবং ওয়াইড ফিল্ড অফ ভিউ সাপোর্ট করবে। টিপস্টারের দাবি, আপগ্রেড করা ফ্রন্ট ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড সমর্থন করতে পারে।

টিপস্টার আরও বলেছেন, Xiaomi 16 ও Xiaomi 16 Pro উভয় ফোনেই সম্ভবত 50 মেগাপিক্সেল 1/1.3-ইঞ্চি প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। তবে Pro ভেরিয়েন্টে "আল্ট্রা হাই ডাইনামিক রেঞ্জ" এবং একটি ToF সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়া, দুই ফোনেরই ক্যামেরা সেটআপে Leica এর উন্নত প্রযুক্তি ব্যবহার হবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, বর্তমান Xiaomi 15 ও Xiaomi 15 Pro-তে Leica-ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার নেতৃত্বে 50 মেগাপিক্সেল লাইট ফিউশন 900 মেইন সেন্সর বর্তমান। সামনের দিকে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। রিপোর্ট বলছে, Xiaomi 16 সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। এটি কোয়ালকমের আসন্ন Snapdragon 8 Elite 2 চিপসেট চালিত প্রথম স্মার্টফোনগুলির মধ্যে একটি হবে।

Xiaomi 16 ফোনটিতে 7,000mAh ব্যাটারি থাকতে পারে। হ্যান্ডসেটটিতে "6.3X" ডিসপ্লে মিলতে পারে, যা ইঙ্গিত করে যে এটি 6.31 ইঞ্চি থেকে 6.39 ইঞ্চির মধ্যে হতে পারে। ডিভাইসটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকতে পারে যা ম্যাক্রো সাপোর্ট করবে।

প্রসঙ্গত, Xiaomi একটি নতুন Redmi স্মার্টফোনের উপর কাজ করছে যা 8,500mAh থেকে 9,000mAh ব্যাটারির সঙ্গে বাজারে আসবে। কোম্পানি আসন্ন ফোনটির হাই ক্যাপাসিটি ব্যাটারি তৈরির জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহার করছে, যা সিলিকন কার্বন কম্পোজিটের একটি উন্নত সংস্করণ। সিলিকন কার্বন ব্যাটারি ছোট ও হালকা হয়। এর ফলে, এই ধরনের ব্যাটারি যুক্ত ডিভাইস আকারে স্লিম ও কম্প্যাক্ট রাখা যায়। রেডমির ফোনটির ব্যাটারি 8,500 থেকে 9,000mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও, পুরুত্ব 8.55 মিলিমিটারের নিচে হবে বলে শোনা যাচ্ছে। কিন্তু এটি প্রথম কোন মডেলে থাকতে পারে তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. প্রেশার মাপা থেকে বিনা নেটওয়ার্কে কলিং, বাজিমাত করবে Apple-এর নতুন স্মার্টওয়াচ
  2. নতুন কুলিং সিস্টেম থেকে দুর্ধর্ষ ক্যামেরা, iPhone 17 Pro সিরিজে আসছে বিপ্লব
  3. PVR INOX টিকিটের দাম কমিয়ে দিল, পছন্দের সিনেমা দেখুন মাত্র 99 টাকায়
  4. iPhone 17 সিরিজ আজ লঞ্চ হচ্ছে, সঙ্গে Apple Watch 11 ও AirPods Pro 3 আসতে পারে
  5. 200MP ক্যামেরার Samsung Galaxy S24 Ultra অর্ধেক দামে মিলছে, সেল শুরু হওয়ার আগেই অবিশ্বাস্য অফার
  6. 5000mAh ব্যাটারি, 128 জিবি স্টোরেজ, ও জলরোধী রেটিং সহ লঞ্চ হল Honor Play 10
  7. সেপ্টেম্বরেই Samsung-এর বড় আপডেট, একঝাঁক স্মার্টফোনে আসছে Android 16
  8. iPhone 17 Air: বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন আসছে আগামীকাল, দাম কত হবে
  9. iPhone 17 সিরিজের সঙ্গেই আসতে পারে AirPods Pro 3, ধরবে হার্ট ও কানের রোগ!
  10. Oppo F31 5G সিরিজ 15 সেপ্টেম্বর দেশে আসছে, দাম, ফিচার্স কেমন হবে দেখে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.