Xiaomi 15 ও Xiaomi 15 Pro এর সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে
Photo Credit: Xiaomi
Xiaomi 16 সিরিজের হাত ধরে একটা বড় ধামাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন আত্মপ্রকাশ করতে এমনিও বেশি দেরি নেই। চাইনিজ টেক জায়ান্টটি ইতিমধ্যেই Xiaomi 16 Ultra মডেলটি টিজ করে দাবি করেছে, এটি "মোবাইল ইমেজিংয়ের একটি নতুন উচ্চতা" উন্মোচন করবে। অর্থাৎ ক্যামেরার দিক থেকে বড় চমক দেখা যেতে পারে। এখন জল্পনা শোনা যাচ্ছে, Xiaomi 16 এবং Xiaomi 16 প্রো-তে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ উন্নত ফটোগ্রাফি সিস্টেম থাকবে। উল্লেখ্য, 2024 সালের অক্টোবরে লঞ্চ হওয়া Xiaomi 15 এবং 15 Pro-তে সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্ট অনুসারে, Xiaomi 16 এবং Xiaomi 16 Pro-তে 50-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে, যা অটোফোকাস এবং ওয়াইড ফিল্ড অফ ভিউ সাপোর্ট করবে। টিপস্টারের দাবি, আপগ্রেড করা ফ্রন্ট ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড সমর্থন করতে পারে।
টিপস্টার আরও বলেছেন, Xiaomi 16 ও Xiaomi 16 Pro উভয় ফোনেই সম্ভবত 50 মেগাপিক্সেল 1/1.3-ইঞ্চি প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। তবে Pro ভেরিয়েন্টে "আল্ট্রা হাই ডাইনামিক রেঞ্জ" এবং একটি ToF সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়া, দুই ফোনেরই ক্যামেরা সেটআপে Leica এর উন্নত প্রযুক্তি ব্যবহার হবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, বর্তমান Xiaomi 15 ও Xiaomi 15 Pro-তে Leica-ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার নেতৃত্বে 50 মেগাপিক্সেল লাইট ফিউশন 900 মেইন সেন্সর বর্তমান। সামনের দিকে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। রিপোর্ট বলছে, Xiaomi 16 সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। এটি কোয়ালকমের আসন্ন Snapdragon 8 Elite 2 চিপসেট চালিত প্রথম স্মার্টফোনগুলির মধ্যে একটি হবে।
Xiaomi 16 ফোনটিতে 7,000mAh ব্যাটারি থাকতে পারে। হ্যান্ডসেটটিতে "6.3X" ডিসপ্লে মিলতে পারে, যা ইঙ্গিত করে যে এটি 6.31 ইঞ্চি থেকে 6.39 ইঞ্চির মধ্যে হতে পারে। ডিভাইসটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকতে পারে যা ম্যাক্রো সাপোর্ট করবে।
প্রসঙ্গত, Xiaomi একটি নতুন Redmi স্মার্টফোনের উপর কাজ করছে যা 8,500mAh থেকে 9,000mAh ব্যাটারির সঙ্গে বাজারে আসবে। কোম্পানি আসন্ন ফোনটির হাই ক্যাপাসিটি ব্যাটারি তৈরির জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহার করছে, যা সিলিকন কার্বন কম্পোজিটের একটি উন্নত সংস্করণ। সিলিকন কার্বন ব্যাটারি ছোট ও হালকা হয়। এর ফলে, এই ধরনের ব্যাটারি যুক্ত ডিভাইস আকারে স্লিম ও কম্প্যাক্ট রাখা যায়। রেডমির ফোনটির ব্যাটারি 8,500 থেকে 9,000mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও, পুরুত্ব 8.55 মিলিমিটারের নিচে হবে বলে শোনা যাচ্ছে। কিন্তু এটি প্রথম কোন মডেলে থাকতে পারে তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.