Xiaomi 17 was launched in china in September, 2025
Photo Credit: Xiaomi
Xiaomi 17 সেপ্টেম্বরে বিশ্বের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হিসেবে চীনে রিলিজ হয়েছিল। স্ট্যান্ডার্ড মডেশের পাশাপাশি লঞ্চ হয়েছিল Xiaomi 17 Pro ও Xiaomi 17 Pro Max। Xiaomi 17 Series চীনের বাইরে কবে উপলব্ধ হবে, তা এখনও ঘোষণা করেনি চাইনিজ সংস্থাটি। তবে Xiaomi 17 ভারতে আসতে বেশি দেরি নেই বলেই অনুমান করা হচ্ছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি জল্পনা বাড়িয়ে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে স্পট করা হয়েছে। শাওমির ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 16 জিবি পর্যন্ত র্যাম, 7,000mAh ব্যাটারি, ও 50W ওয়্যারলেস চার্জিংয়ের মতো ফিচার্স আছে।
25113PN0EI মডেল নম্বরের সঙ্গে Xiaomi 17 ভারতের BIS ওয়েবসাইটের ডেটাবেসে দেখা গিয়েছে। এটি লঞ্চ টাইমলাইন প্রকাশ না করলেও, ভারতে আসার বিষয়টি প্রায় নিশ্চিত করেছে। উল্লেখ্য, শাওমির স্মার্টফোনটি ইতিমধ্যেই থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে 25113PN0EG (G-এর অর্থ গ্লোবাল ভার্সন) মডেল নম্বরের সঙ্গে দেখা গিয়েছে। অর্থাৎ ভারত-সহ গ্লোবালি লঞ্চ হতে খুব বেশি দেরি নেই।
শাওমি 17-এর চাইনিজ ভ্যারিয়েন্টের সামনে 6.3 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। ডিসপ্লের চারপাশে মাত্র 1.18 মিমি পুরু বেজেল আছে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ফোনটিতে IP68 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং আছে।
Xiaomi 17 ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, f/2.4 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। রিয়ার ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ডিভাইসটি ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে চলে। চিপটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং 512 জিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,000mAh ব্যাটারি। এটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। পাশাপাশি ম্যাগনেটিক চার্জিং, 22.5 ওয়াট ওয়্যার্ড এবং ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট আছে। Xiaomi 17-এর দাম চীনে 4,499 ইউয়ান (প্রায় 57,500 টাকা) থেকে শুরু হচ্ছে । বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ কনফিগারেশন আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.