Photo Credit: Weibo/ Xiaomi
অনেক দিন ধরেই ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর কাজ করছে Xiaomi। কয়েক মাস আগে কোম্পানির সিইও ফোল্ডেবেল স্মার্টফোনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঝড় তুলেছিল। এবার ফোল্ডেবেল স্মার্টফোনের নতুন ভিডিও প্রকাশ্যে নিয়ে এল চিনের কোম্পানিটি। অন্যান্য ফোল্ডেবেল ফোনে একটি ভাঁজ দেখা গেলেও Xiaomi ফোল্ডেবেল ফোনে দুটি ভাঁজ দেখা গিয়েছে। নতুন ভিডিও প্রকাশ করলেও কবে নতুন ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ হবে জানায়নি চিনের কোম্পানিটি।
চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Xiaomi –র অফিশিয়াল পেজে নতুন ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে নতুন কোন ফিচার চোখে পরেনি। আগের ভিডিওতেও একই ফিচার দেখা গিয়েছিল। দুই দিক থেকে ভাঁজ করলে এই ফোন পোট্রেট মোডে কাজ করতে শুরু করবে।
Xiaomi ছাড়াও ইতিমধ্যেই ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করেছে Samsung। Samsung Galaxy Fold ফোনে থাকছে একটি ফোল্ডেবেল ডিসপ্লে আত একটি সেকেন্ডারি ডিসপ্লে। এছাড়াও ফোল্ডেবেল স্মার্টফোন বাজারে এনেছে Huawei.কোম্পানির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Huawei Mate X। সেই ফোনে থাকছে একটি মাত্র ডিসপ্লে। এই ডিসপ্লে একবার ভাঁজ করা যাবে। কিন্তু Xiaomi –র ফোল্ডেবেল ফোনের ডিসপ্লে দুই দিক থেকে ভাঁজ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন