লঞ্চ হল Mi CC9 Pro। মঙ্গলবার চিনে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। Mi CC9 Pro ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সম্প্রতি লঞ্চ হওয়া Mi Mix Alpha ফোনেও 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ব্যবহার করেছিল Xiaomi। Mi CC9 Pro ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট, 5,260 mAh ব্যাটারি আর 30W ফাস্ট চার্জ সাপোর্ট।
মঙ্গলবার থেকেই চিনে Mi CC9 Pro প্রি-অর্ডার শুরু হবে। 6GB RAM + 128GB স্টোরেজে Mi CC9 Pro এর দাম 2,799 ইউয়ান (প্রায় 28,000 টাকা)। অন্যদিকে 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 3,099 ইউয়ান (প্রায় 31,000 টাকা) খরচ হবে। অরোরা গ্রিন, গ্লেশিয়ার হোয়াইট আর মিডনাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে Mi CC9 Pro।
Mi CC9 Pro ফোনে থাকছে একটি 6.47 ইঞ্চি FHD+ Super AMOLED কার্ভড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 730G চিপসেট। আর থাকছে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
Mi CC9 Pro ফোনের পিছনে থাকছে পাঁচটা ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে 108 মেগাপিক্সেল Samsung ISOCELL Bright HMX সেন্সর। এই ফোনের টেলি-ফটো ক্যামেরায় থাকছে 5x অপটিকাল জুম আর অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। যদিও ডিজিটাল জুম ব্যবহার করে 50x পর্যন্ত জুম করা যাবে। ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা। পোট্রেট তোলার জন্য একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এই ক্যামেরা 50 মিমি ফোকাল লেন্থ পাওয়া যাবে।
Mi CC9 Pro ফোনে থাকছে একটি 5,260 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে মাত্র 30 মিনিটে 58 শতাংশ চার্জ হবে এই ফোন। Mi CC9 Pro ফোনের ব্যাটারি 100 শতাংশ চার্জ হতে সময় লাগবে 65 মিনিট।
আরও পড়ুন:
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন