Photo Credit: Weibo/ Xiaomi
Mi CC9 Pro ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। শুক্রবার নতুন টিজারে এই খবর প্রকাশ করেছে Xiaomi। নভেম্বর মাসে চিনে লঞ্চ হবে Mi CC9 Pro। চিনে বাইরে Mi Note 10 নামে এই ফোন লঞ্চ হবে। এই দুই ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
শুক্রবার চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Mi CC9 Pro ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার খবর নিশ্চিত করেছে বেজিংয়ের কোম্পানিটি। এই ফোনের ক্যামেরায় থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেই ক্যামেরায় 12 টি আলাদা ফিল্টার ব্যবহার করে ছবি তোলা যাবে।
অন্য এক টিজারে Xiaomi জানিয়েছে Mi CC9 Pro ফোনে দুটি ইমেজ স্টেবিলাইজেশন মডিউল থাকবে। Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকছে। কোম্পানি জানিয়েছে নতুন ইমেজ স্টেবিলাইজেশন মডিউল ব্যবহারের ফলে এই ক্যামেরায় ঝকঝকে ছবি তোলা যাবে।
Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটা ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি টেলিফটো ক্যামেরা, একটি ডেপ্ত সেন্সর, একটি ম্যাক্রো ক্যামেরা আর একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় থাকছে f/1.7 অ্যাপারচার। সাথে থাকবে 20 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। পোট্রেট তোলার জন্য এই ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও ম্যাক্রো তোলার জন্য আলাদা ক্যামেরা থাকছে। টেলিফোটো লেন্স ব্যবহার করে 10x হাইব্রিড জুম আর 50x ডিজিটাল জুম করা যাবে।
Mi CC9 Pro ফোনে একটি 6.47 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানি MIUI 11 স্কিন। ফোনের ভিতরে থাকবে একটি 5,260 mAh ব্যাটারি আর 30W ফাস্ট চার্জ সাপোর্ট।
আরও পড়ুন:
ফিঙ্গারপ্রিন্টে আরও সুরক্ষিত হল WhatsApp
স্মার্টফোন ডিজাইনে নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে আসছে Motorola Razr
মিনিটে 6 পয়সা খরচ করতে হবে না! উল্টে ফোন করলে আপনাকে মিনিটে 6 পয়সা দেবে BSNL
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন