প্রিমিয়াম সেগমেন্টে আজই লঞ্চ হবে নতুন Xiaomi Poco F1। ইতিমধ্যেই ইন্টারনেটে একাধিক রিপোর্টে Xiaomi Poco F1 ফোন সম্পর্কে অনেক তথ্য জানা গিয়েছে। শুধুমাত্র Flipkart থেকেই Poco F1 কেনা যাবে। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের ভিতরে Snapdragon 845 চিপসেট আর ডুয়াল রিয়ার ক্যামেরা। ভারতে OnePlus এর সাথে প্রতিযোগিতার জন্যই Xiaomi নতুন এই ফোন লঞ্চ করছে বলে মনে করছেন টেক গুরুরা। ইতিমধ্যেই এই ফোওন লঞ্চ নিয়ে গ্যাজেট অনুরাগীদের মধ্যে উত্তেজুনা তুঙ্গে। Xiaomi Poco F1 লঞ্চ সরাসরি দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন।
আজ দুপুর 12টা 30মিনিটে ভারতে এক ইভেন্টে Poco F1 লঞ্চ করবে Xiaomi। YouTube থেকে সরাসরি এই ফোন লঞ্চ দেখা যাবে। নীচের লিঙ্কের প্লে বাটনে ক্লিক করে Poco F1 লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে। Gadget360 এর প্রতিনিধি এই ইভেন্টে উপস্থিত থাকবেন। সেখান থেকেই এই ওয়েবসাইটে এই লঞ্চ ইভেন্টের সব খবর পেয়ে যাবেন।
কোম্পানি এখনো এই ফোনের কোন স্পেসিফিকেশান জানায়নি। কিন্তু অনলাইনে একাধিক রিপোর্টে ইতিমধ্যেই একাধিক স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে। শুরুতে বেলারুশের এক ওয়েবসাইট থেকে এই ফোনের স্পেসিফিকেশান ফাঁস হয়েছিল। সেখা থেকেই জানা যায় Poco F1 এ থাকবে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসাপেক্ট রেশিও 18.7:9। Poco F1 এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Poco F1 ফোনের ভিতরে একটি 4000 mAh ব্যাটারি ব্যবহার করা হবে বলে এই রিপোর্ট থেকে জানা গিয়েছে। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারি সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার ব্যবহার করবে Xiaomi।
গত সপ্তাহে YouTube এ Poco F1 এর একটি আনবক্সিং ভিডিও প্রকাশিত হয়েছিল। এই ভিডিও থেকে জানা গিয়েছিল Poco F1 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থেকবে। এর সাথেই থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ভিডিওতেই দেখা গিয়েছে AnTuTu বেঞ্চমার্ক ওয়েবসাইটে Poco F1 স্মার্টফোন 2,58,149 নম্বর পেয়েছে। কোম্পানি জানিয়েছে Poco F1 এ লিকুইড কুলিং সহ Snapdragon 845 চিপসেট ব্যবহার হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন