ভারতে স্মার্টফোন বিক্রির উপরে ভর করে এই দেশে বিশাল সাফল্যের মুখ দেখল Xiaomi। বুধবার এক রিপোর্টে জানানো হয়েছে মোট 6.6 বিলিয়ান মার্কিন ডলার (46,000 কোটি টাকা) আয় করেছে Xiaomi। যা আগের বছরের থেকে 68.3 শতাংশ বেশি। 30 জুন শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে এই টাকা আয় করেছে Xiaomi। সারা বিশ্বের আয়ের পরিমানে মোট 151.7 শতাংশ বৃদ্ধি পেয়েছে।
“হাই এন্ড স্মার্টফোন বাজারে আরও ভালো প্রবেশের জন্য নতুন বিজনেস মডেল নিয়ে ঝাঁপিয়ে পড়বে Xiaomi। বিশ্ব বাজারে আরও বেশি IoT ডিভাইস লঞ্চ করবে কোম্পানি। এর সাথেই কোম্পানির ইন্টারনেট সার্ভিসের পরিধি বৃদ্ধি করা হবে।” বলে জানিয়েছেন Xiaomi-র প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও লেই জুন।
ভারতে দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে স্মার্টফোন বিক্রি করে 4.6 বিলিয়ান মার্কিন ডলার রোজগার করেছে চিনের কোম্পানিটি। যা আগের বছরের থেকে 58.7 শতাংশ বেশি। আগের বছরের থেকে বেশি পরিমানে ফোন বিক্রি করে এই লাভের মুখ দেখেছে কোম্পানি।
কোম্পানির IoT ডিভাইস ও লাইফস্টাইল প্রোডাক্টে সমথেকে বেশি লাভ দেখা গিয়েছে। এই প্রোডাক্টগুলিতে আগের বছরের থেকে 104.3 শতাংশ বেশি লাভ হয়েছে। আগের বছরের থেকে ইন্টারনেট সার্ভিসে 63.9 শতাংশ বৃদ্ধি হয়েছে। তবে এই ব্যবহার অনেকটাই চিন থেকে হয়েছে বলে জানিয়েছে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন