Redmi K20 রিভিউ: পঁচিশ হাজারের নীচে এটাই সেরা স্মার্টফোন?

Redmi K20 রিভিউ: পঁচিশ হাজারের নীচে এটাই সেরা স্মার্টফোন?

Redmi K20 এর দাম শুরু হচ্ছে 21,999 টাকা থেকে

হাইলাইট
  • Redmi K20 এর দাম শুরু হচ্ছে 21,999 টাকা থেকে
  • থাকছে পপ-আপ ক্যামেরা আর AMOLED ডিসপ্লে
  • এই ফোন থেকে বাদ গিয়েছে এক্সপ্যান্ডেবেল স্টোরেজ
বিজ্ঞাপন

মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi K20। অবশেষে ভারতে এল এই স্মার্টফোন। ভারতে Redmi K20 এর দাম শুরু হচ্ছে 21,999 টাকা থেকে। এই ফোনে থাকছে আকর্ষনীয় ডিজাইন, নচ বিজীন AMOLED ডিসপ্লে, 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা, 4,000 mAh ব্যাটারি আর 18W ফাস্ট চার্জিং। Redmi K20 ফোনের MIUI 10 ইন্টারফেসে বিজ্ঞাপন দেখাবে না Xiaomi। ইতিমধ্যেই এই কথা জানিয়েছে বেজিং এর কোম্পানিয়টি। দুর্দান্ত হার্ডওয়্যার আর আধুনিক ডিজাইনের এক দারুন সমন্বয় Redmi K20। Realme X সহ মিডরেঞ্জে অন্যান্য পপ-আপ ক্যামেরা স্মার্টফোনের পাশে কেমন পারফর্ম করল এই স্মার্টফোন? পড়ুন Redmi K20 রিভিউ।

Redmi K20 ডিজাইন

Redmi K20 ফোনের অন্যতম প্রধান আকর্ষন এই ফোনের ডিজাইন। সামান্য কিছু স্পেসিফিকেশন ছাড়া Redmi K20 আর Redmi K20 Pro ফোনে একই ডিজাইন ব্যবহার হয়েছে। Redmi K20 Pro ফোনেও থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা।

k20 4 Redmi K20Redmi K20 ফোনে রয়েছে AMOLED ডিসপ্লে

Redmi K20 ফোনের সামনে ও পিছনে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের পাশে থাকছে মেটাল ফ্রেম। ফোনের পিছনে কার্ভড গ্লাস থাকার জন্য সহজেই এই ফোন এক হাতে নিয়ে ব্যবহার করা সম্ভব। ফোনের ডান দিকে থাকছে পাওয়ার আর ভলিউম বাটন। ভলিউম বাটন তুলনামুলক উপরে থাকার জন্য এক হাতে ব্যবহারে সমস্যা হয়েছে আমাদের। পাওয়ার বাটনে থাকছে লাল রঙ। গ্লেশিয়ার ব্লু, ফ্লেম রেড আর কার্বোন ব্ল্যাক রঙে পাওয়া যাবে Redmi K20 Pro।

Redmi K20 ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। এছাড়াও পপ-আপ মডিউলের কধ্যেই থাকছে LED ফ্ল্যাশ। তবে চাইলে এই LED ফ্ল্যাশ বন্ধ করে রাখা সম্ভব। Redmi K20 Pro ফোনের উপরে রয়েছে 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের নীচে থাকছে USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল আর সিম ট্রে। ফোনের বাঁ দিকে কিছু থাকছে না।

Redmi K20 ফোনের পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ ব্যবহার করেছে Xiaomi। এই ফোনে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইনের গ্রেডিয়েন্ট ফিনিশ। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটি অন্য ক্যামেরার থাকা আলাদা রয়েছে। সাথে থাকছে ডুয়াল টোন LED ফ্ল্যাশ।

Redmi K20 স্পেসিফিকেশন

Redmi K20 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে রয়েছে একটি ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB  স্টোরেজ।

k20 8 Redmi K20Redmi K20 ফোনের পিছনে রয়েছে কার্ভড গ্লাস

ছবি তোলার জন্য Redmi K20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Redmi K20 ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

6GB RAM + 64GB স্টোরেজে Redmi K20 এর দাম 21,999 টাকা। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজে Redmi K20 কেনার খরচ 23,999 টাকা।

k20 2 Redmi K20Redmi K20 ফোনে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম

Redmi K20 পারফর্মেন্স ও ডিসপ্লে

পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহারের জন্য Redmi K20 Pro ফোনে থাকছে একটি ফুল ভিউ AMOLED ডিসপ্লে। এই ফোনে রয়েছে একটি 6.39 ইঞ্চি AMOLED ডিসপ্লে। FHD+ এই ডিসপ্লেতে থাকছে  HDR প্যানেল। বাইরে এই ফোন সহজে ব্যবহারের জন্য ডিসপ্লেতে থাকছে DCI-P3 কালার গামুট।

AMOLED ডিসপ্লে ব্যবহারের জন্য Redmi K20 Pro তে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে। সেখানে সময় ও বিভিন্ন নোটিফিকেশন এক নজরে দেখে নেওয়া যাবে। এছাড়াও ফোনের ডিসপ্লের নীচেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Redmi K20 ফোনে রয়েছে Snapdragon 730 চিপসেট। মিডরেঞ্জ ও ফ্ল্যাগশিপ চিপসেটের মাঝামাঝি পারফর্মেন্স পাওয়া যাবে এই চিপসেটে। একসাথে 10-15 টা অ্যাপ ওপেন করা অবস্থাতে বিভিন্ন অ্যাপ এর মধ্যে বদল করতে কোন সমস্যা হয়নি।

k20 3 Redmi K20Redmi K20 ফোনে MIUI 10 স্কিনের উপরে চলবে Poco Launcher

Redmi K20 তে PUBG Mobile খেলার সময় আমাদের কোন অসুবিধা হয়নি। হাই গ্রাফিক্সে এই গেম খেলা গিয়েছে। এই ফোনে রয়েছে Xiaomi -র Game Turbo 2.0। যা হাই এন্ড গেম খেলার সময় কাজে লাগে।

AnTuTu বেঞ্জমার্কিং এ 214,685 পয়েন্ট পেয়েছে Redmi K20। Geekbench সিঙ্গেল কোর ও মাল্টি কোরে যথাক্রমে 2,537 আর 6,910 স্কোর করেছে এই স্মার্টফোন।

Snapdragon 730 চিপসেটে গত বছরের ফ্ল্যাগশিপ Snapdragon 845 চিপসেটের মতো পারফর্মেন্স পাওয়া না গেলেও Snapdragon 710 আর Snpadragon 675 এর থেকে অনেক ভালো পারফর্মেন্স পাওয়া যাবে এই চিপসেটে।

k20 6 Redmi K20বাক্সের মধ্যেই থাকছে প্রিমিয়াম কেস

Redmi K20 ক্যামেরা ও ব্যাটারি লাইফ

Redmi K20 আর Redmi K20 Pro ফোনে একই ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। মাত্র 21,999 টাকার স্মার্টফোনে এই ক্যামেরা নিস্নদেহে এই ফোনকে অনেকটা এগিয়ে রাখবে।

ডিফল্ট মোডে Redmi K20 ক্যামেরায় 12 মেগাপিক্সেল ছবি ওঠে। তবে 48 মেগাপিক্সেল ছবি তোলার জন্য রয়েছে আলাদা মোড। প্রাইমারি ক্যামেরায় তো,আ ছবি দারুন ডিটেল ও কালার পাওয়া গিয়েছে। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে দুর্দান্ত ডাইনামিক রেঞ্জ।

ক্লোজ আপ তোলার সময় Redmi K20 ক্যামেরায় রঙিন ছবি উঠেছে। অটো মোডে প্রয়োজনের বেশি রঙিন ছবি ওঠে এই ক্যামেরায়। ওয়াইড অয়াঙ্গেল ক্যামেরাতেও উর্দান্ত ছবি উঠেছে। তবে কম আলোতে এই ক্যামেরায় তোলা ছবির গুণমান আমাদের পছন্দ হয়নি।

k20 7 Redmi K20পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে LED

নাইট মোডে তোলা ছবিতে খারাপ কালার আর কম ডিটেল চোখে পড়েছে। এমনকি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও কম আলোতে ভালো ছবি তুলতে পারেনি। এই ক্যামেরায় ক্যামেরা খুব কম এক্সপোজার নিয়েছে।

পিছনের ক্যামেরার সমস্যা ভুলিয়ে দেবে এই ফোনের 20 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। দুর্দান্ত ডিটেল সহ এই ফোনের সেলফি ক্যামেরা সাধারন আলোতে দারুন ছবি তুলতে পারবে।

ভিডিও তোলার সময় পিছনের ক্যামেরায় থাকছে 4K সাপোর্ট। তবে এই ক্যামেরায় কোন অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে না। 960 fps স্পিডে স্লো মোশান ভিডিও তুলতে পারবে Redmi K20 রিয়ার ক্যামেরা।

মোটে উপর Redmi K20 ফোনে ভালো ব্যাটারি ব্যবহার করা যাবে। এক সপ্তাহ এক ফোন ব্যবহার করেছিল আমরা। সেই সময়ে রোজই দিনের শেষে 30 থেকে 35 শতাংশ ব্যাটারি বাকি ছিল এই ফোনে।

Redmi K20 ক্যামেরায় তোলা ছবি

আমাদের HD ভিডিও লুপ টেস্টে 15 ঘন্টা 17 মিনিট চলেছে Redmi K20। এই ফোনে রয়েছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র 32 মিনিটে এই ফোনের ব্যাটারি 0 থেকে 45 শতাংশ চার্জ হয়েছে। ফুল চার্জ হতে 1 ঘন্টা 40 মিনিট সময় লেগেছে।

মতামত

সম্প্রতি Redmi K20 ফোনের দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছেন কোম্পানি গুনগ্রাহীরা। আমাদের মতে ফ্ল্যাগশিপ ফোন বাদ দিলে এটাই এই মুহুর্তে দেশের অন্যতম সেরা স্মার্টফোন। 21,999 টাকায় রোজকার ব্যবহারের জন্য দারুন স্মার্টফোন Redmi K20।

নিঃসন্দেহে Redmi K20 তে রয়েছে প্রিমিয়াম ডিজাইন। এছাড়াও ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে রয়েছে আকর্ষনীয় ক্যামেরা। কম আলোতে ছবি তুলতে একটি সমস্যা হলেও মোটের উপরে Redmi K20 ক্যামেরায় দুর্দান্ত ছবি উঠবে। এছাড়াও খুব সহজেই এক দিনের বেশি ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে এই স্মার্টফোনে।

Redmi K20 ফোনে রয়েছে Snapdragon 730 চিপসেট। এই চিপসেটে পারফর্মেন্সে কোন ল্যাগ চোখে পড়বে না। এছাড়াও এই ফোনের MIUI ইন্টারফেসে কম বিজ্ঞাপন দেখানোর প্রতিশ্রুতি দিয়েছে Xiaomi।

গত বছর ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 845 সহ Poco F1 আর Asus 5Z ফোনে Redmi K20 এর থেকে ভালো পারফর্মেন্স পাওয়া যাবে। তবে সম্প্রতি মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হওয়া লঞ্চ হওয়া Samsung Galaxy A50, Vivo V15 Pro আর Nokia 8.1 এর থেকে Redmi K20 তে অনেক ভালো পারফর্মেন্স পাওয়া যাবে।

তবে কয়েক হাজার টাকা বাঁচাতে চাইলে সম্প্রতি লঞ্চ হওয়া Realme X দেখে নিতে পারেন। তবে নিঃসন্দেহে সেই ফোনের থেকে পারফর্মেন্সে এগিয়ে থাকবে Redmi K20।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth, lag-free performance
  • Appealing design
  • Great battery life
  • Bad
  • Underwhelming low-light camera performance
  • Quite slippery
  • No expandable storage
  • Slow front camera pop-up mechanism
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 730
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 13-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট
 
 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল - পেয়ে যাবেন বিভিন্ন জিনিসের দামের উপর নজরকাড়া ছাড়
  2. Jio Phone- এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানী লঞ্চ করলো 4g সমৃদ্ধ নতুন কীপ্যাড ফোন
  3. নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য যুক্ত Apple কোম্পানীর পক্ষ থেকে নতুন আকর্ষণীয় ঘড়ি Apple watch series 10
  4. মেশিন লার্নিং বৈশিষ্ট্য এবং অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সমৃদ্ধ Apple কোম্পানীর নতুন উন্মোচন AirPods 4
  5. আগামী 20 সেপ্টেম্বর থেকে উৎসাহিত গ্রাহকরা পেয়ে যাবেন Apple কোম্পানীর পক্ষ থেকে উন্মোচিত iphone 16 Pro এবং iphone 16 Pro এবং
  6. অসাধারণ ক্যামেরা দ্বারা সজ্জিত দুটি নতুন আকর্ষণীয় স্মার্টফোনের উন্মোচন করল Apple
  7. আসন্ন সেপ্টেম্বর মাসে উত্তর গোলার্ধে দেখা যাবে এক অতি উজ্জ্বল শক্তিশালী মেরুপ্রভা
  8. বিশ্বের বাজারের পর এবার ভারতের বাজারে আসতে চলেছে বাজেটের মধ্যে উপলব্ধ নতুন এক ট্যাব - Infinix XPad
  9. 5,500 mAh ব্যাটারী সমৃদ্ধ সবচেয়ে পাতলা 3D বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত Vivo T3 Ultra
  10. এসে গেলো দুটি নতুন আকর্ষণীয় Lenovo এর আইপ্যাড,পরিবর্তনযোগ্য Copilot+ PC
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »