সম্প্রতি বিটা ভার্সানে লঞ্চ হয়েছিল MIUI 10। এই MIUI ভার্সানে রয়েছে Android Oreo অপারেটিং সিস্টেম। তবে এতদিন শুধুমাত্র বিটা ভার্সানে পাওয়া গেলেও এবার স্টেবেল ভার্সানে লঞ্চ হল MIUI 10।
ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Xiaomi Redmi Note 5 Pro।
ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Xiaomi Redmi Note 5 Pro। লঞ্চের পরেই বাজেট মিডরেঞ্জ সেগমেন্টে ঝড় তোলে এই ফোন। এই ফোনের দারুণ হার্ডওয়্যার স্পেসিফিকেশান, ডুয়াল ক্যামেরা গ্রাহকের মন জয় করলে এতদিন পুরনো Android Nougat ব্যাবহার করে সন্তুষ্ট থাকতে হত Redmi Note 5 Pro গ্রাহকদের। সম্প্রতি বিটা ভার্সানে লঞ্চ হয়েছিল MIUI 10। এই MIUI ভার্সানে রয়েছে Android Oreo অপারেটিং সিস্টেম। তবে এতদিন শুধুমাত্র বিটা ভার্সানে পাওয়া গেলেও এবার স্টেবেল ভার্সানে লঞ্চ হল MIUI 10।
OTA পদ্ধতিতে নতুন এই অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যাবে। ভারতে Redmi Note 5 Pro গ্রাহকদের জন্য এই আপডেট পাঠানো শুরু করেছে Xiaomi। MIUI ফোরামে এক পোস্টে জানানো হয়েছে নতুন এই ভার্সানের নাম MIUI 10.0.1.0.OEIMIFH। একি আপডেটে সেপ্টেম্বর মাসের Android সিকিউরিটি প্যাচ যোগ করেছে চিনের কোম্পানিটি। যদিও এই আপডেট প্রসঙ্গে কোম্পানির তরফ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।
গত মাসে চিনে এই আপডেট পাঠানো শুরু করেছিল Xiaomi। প্রতিবেশী দেশে ইতিমধ্যেই একাশিক স্মার্টফোনে এই আপডেট পৌঁছে গিয়েছে।
Redmi Note 5 Pro স্মার্টফোনে এই আপডেট করার জন্য Settings > About phone > System updates > Check for updates তে গিয়ে আপডেট দেখে নিতে পারবেন। অথবা ফোনের Updater অ্যাপ থেকে এই আপডেট করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO 15R India Launch Date Announced: Specifications, Features Expected
Meta Can See WhatsApp Chats in Breach of Privacy, Lawsuit Claims
Nothing Phone 4a Visits UAE’s TDRA Certification Website; Could Launch Soon: Expected Specifications
iQOO 15 Ultra Launch Date Announced; Tipped to Feature 7,400mAh Battery, Snapdragon 8 Elite Gen 5 Chip