কয়েক মাস পরে Mi Mix 2, Mi 6, Redmi 6A, Redmi 6 আর Mi Note 3 ফোনগুলিতে Android Pie আপডেট পৌঁছাবে। তবে মার্চ মাসে Redmi Note 5 আর Redmi Y2 ফোনে পৌঁছাবে নতুন Android।
মার্চ মাসে Redmi Note 5 ফোনে Android Pie আপডেট পৌঁছাবে
বৃহস্পতিবার অ্যানড্রয়েড এর নতুন ভার্সান Android Q এর বিটা ভার্সান সামনে এনেছে Google। শুক্রবার কোম্পানির একাধিক ফোনে Android Pie আপডেটের ঘোষণা করল Xiaomi। Xiaomi জানিয়েছে শিঘ্রই কোম্পানির একাধিক Mi ও Redmi ফোনে Android Pie আপডেট পাঠানো হবে। মোট দশটি ফোনে এই আপডেট পাঠানোর কথা জানিয়েছে চিনের কোম্পানিটি।
কয়েক মাস পরে Mi Mix 2, Mi 6, Redmi 6A, Redmi 6 আর Mi Note 3 ফোনগুলিতে Android Pie আপডেট পৌঁছাবে। তবে মার্চ মাসে Redmi Note 5 আর Redmi Y2 ফোনে পৌঁছাবে নতুন Android।
MIUI ফোরামে Xiaomi জানিয়েছে মার্চ মাসের মধ্যে Redmi Note 5 আর Redmi Y2 ফোনে Pie আপডেট পৌঁছাবে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে Mi Mix 2, Mi 6, Redmi 6A, Redmi 6, Mi Note 3 ফোনে এই আপডেট পৌঁছাবে। Mi 9 Transparent Edition, Mi 6X আর Redmi Note 6 Pro ফোনেও Android Pie আপডেট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে Xiaomi। তবে এই দুটি ফোনে কবে এই আপডেট পৌঁছাবে তা জানানো হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Let’s Go! Pororo Rangers Now Streaming on Netflix India: Everything You Need to Know
Kaantha OTT Release Date: When and Where to Watch Dalquer Salman Starrer Movie Online?