Photo Credit: YouTube/ Technical Guruji
ভারতে বাজেট মিডরেঞ্জ সেগমেন্টে ইতিমধ্যেই সুপারহিট Redmi Note 5 Pro। এখন গোটা দেশ পরবর্তী ভার্সান Redmi Note 6 Pro লঞ্চের অপেক্ষায় রয়েছে। সম্প্রতি এই ফোন সম্পর্কে একাধিক খবর দেখা গিয়েছে ইন্টারনেটে। ইতিমধ্যেই চিনের এক ওয়েবসাইটে Redmi Note 6 Pro বিক্রি হতে দেখা গিয়েছে। এবার জনপ্রিয় টেক ইউটিউবার ‘টেকনিকাল গুরুজি’ চ্যানেলে লঞ্চের আগেই দেখা গেল Redmi Note 6 Pro।
ইতিমধ্যেই পূর্ব ইউরোপের ছোট্ট দেশ মলডোভাতে এই ওয়েবসাইটে Redmi Note 6 Pro বিক্রি হতে দেখা গিয়েছে। এই ওয়েবসাইটে 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Redmi Note 6 Pro প্রায় 25,000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও চিনের এক ওয়াবসাইটে 14,100 টাকা থেকে 15,900 টাকা দামে এই ফোন বিক্রি হতে দেখা গিয়েছে।
সম্প্রতি এই ফোন নিয়ে একটি ভিডিও তৈরী করেছে ইউটিউবে টেকনিকাল গুরুজি চ্যানেলের গৌরব চৌধুরী। এই ভিডিওতে তিনি জানিয়েছেন লঞ্চের আগেই দুবাইতে Redmi Note 6 Pro ফোনের গ্লোবার ভার্সান ঢেলে বিক্রি হচ্ছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 636 চিপসেট। প্রসঙ্গত Redmi Note 5 Pro ফোনের এই একই চিপসেট রয়েছে। যদিও Redmi Note 6 Pro ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। এছাড়াও এই ফোনে থাকছে 4,000 mAh ব্যাটারি।
ইউটিউব ভিডিওতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টে Redmi Note 6 Pro ফোন দেখা গিয়েছে। কালো রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। গৌরব জানিয়েছেন দুবাইএ এই ফোনের দাম প্রায় 14,800 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন